প্যারিসে বসবাসরত বাংলাদেশের খ্যাতিমান চিত্রশিল্পী শাহাবুদ্দিন ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা নাইট উপাধিতে ভূষিত হয়েছেন। চিত্রশিল্পী হিসেবে অসামান্য অবদানের জন্য তিনি এ উপাধি পেলেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। ফ্রান্সের সংস্কৃতি ও যোগাযোগমন্ত্রী অরেলি ফিলিপ্পেত্তি তার অভিনন্দন বার্তায় ফরাসি সংষ্কৃতির প্রতি শিল্পী শাহাবুদ্দিনের অবদান ও আন্তরিকতার প্রশংসা করেন।
এর আগে ১৯৬৭ সালে বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ ও ২০১১ সালে মুকাভিনয় শিল্পী পার্থ প্রতীম আচার্য এ উপাধি লাভ করেন। চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আলগী গ্রামে। মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন তিনি। তার ক্যানভাসে মুক্তিযোদ্ধাদের সাহস, শক্তিমত্তা ও উদ্দাম গতিশীল অগ্রযাত্রা রূপায়িত হয়েছে। শিল্পী শাহাবুদ্দীন দেশে-বিদেশে শিল্পকর্মের জন্য বহুবার পুরস্কৃত হয়েছেন। ২০০০ সালে লাভ করেন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার। তিনি ১৯৭৪ সাল থেকে প্যারিসে বসবাস করছেন। প্রধানমন্ত্রীর অভিনন্দন বাসস জানায়, চিত্রশিল্পী শাহাবুদ্দিন ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা নাইট উপাধি লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল এক অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধা এই চিত্রশিল্পী তার এ অর্জনের মাধ্যমে শুধু নিজের নয়, বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও উজ্জ্বল করেছেন। প্রধানমন্ত্রী শিল্পীর উত্তরোত্তর সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
No comments:
Post a Comment