Thursday, September 4, 2014

রাজধানীতে আন্তর্জাতিক টেক্সটাইল প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধন:নয়াদিগন্ত

চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রযুক্তি প্রদর্শনী গতকাল ঢাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৫তম এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। একই সাথে উদ্বোধন করা হয় অষ্টম ঢাকা ইয়ার্ন ও ফেব্রিকস প্রদর্শনী ২০১৪ এবং ১৮তম দাইকেম আন্তর্জাতিক প্রদর্শনীও। সিইএমএস গ্লোবাল ও সিইএমএস বাংলাদেশ যৌথভাবে প্রদর্শনী তিনটির আয়োজন করছে। উদ্বোধনী অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত লি ইউন ইয়াং, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএর প্রথম সহসভাপতি মো: হাতেম, বাংলাদেশ গ্রে অ্যান্ড ফিনিশড ফেব্রিকস মিলস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএফএফএমইএ) সভাপতি হারুন-উর-রশিদ প্রমুখ। সিইএমএস গ্লোবাল ইউএসএ ও এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট মেহরুন এন ইসলাম এতে শুভেচ্ছা বক্তব্য দেন। ৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। বিশ্বের ১৫টি দেশের ৫০০ প্রদর্শক এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন।  প্রদর্শনীর উদ্বোধনকালে আমির হোসেন আমু বলেন, দেশের ৪৪ লাখ পোশাকশ্রমিকের ৮০ শতাংশই নারী, যা নারীর মতায়ন এবং সহস্রাব্দ উন্নয়ন ল্যমাত্রা (এমডিজি) অর্জনে খুবই সহায়ক ভূমিকা রাখছে। তিনি বলেন, টেক্সটাইল ও গার্মেন্টশিল্প খাতের এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে যেসব সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শিত হবে, সেগুলো ব্যবহার করে এ দেশের তৈরী পোশাক খাত আরো এগিয়ে যাবে। পোশাক খাত বাংলাদেশে নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও মন্তব্য করেন তিনি। তৈরী পোশাকের রফতানি বাড়াতে হলে বাংলাদেশ ব্যাংকের ডেফার্ড পেমেন্ট (বাকিতে ক্রয়) ব্যবস্থাকে সহজ করতে হবে দাবি করে বিশেষ অতিথির বক্তব্যে বিকেএমইএর প্রথম সহসভাপতি মো: হাতেম বলেন, ব্যাংকঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনতে হবে। সরকারের পক্ষ থেকে কার্যকর সহযোগিতা পাওয়া গেলে আগামী ১০ বছরে তৈরী পোশাক খাতের রফতানি আয় ১০০ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

No comments:

Post a Comment