Thursday, September 4, 2014

দুর্ভিক্ষের গল্প নিয়ে ‘ম্যাডোনা-৪৩’:নয়াদিগন্ত

১৯৪৩ সালের ভয়াল দুর্ভিরে পরিপ্রেেিত জয়নুল আবেদীনের আঁকা কিছু চিত্রকর্ম ও তার ইতিহাস নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘ম্যাডোনা-৪৩’। শিল্পাচার্য জয়নুল আবেদীনের জন্মশতবার্ষিকী উপলক্ষে উদীচী শিল্পীগোষ্ঠী এটি নির্মাণ করেছে।  প্রামাণ্যচিত্রটির ব্যাপ্তি ৩০ মিনিট। জয়নুলের জীবনী নয়, তার চিত্রকর্মই এ প্রামাণ্যচিত্রের মূল প্রতিপাদ্য বলে জানিয়েছেন ‘ম্যাডোনা-৪৩’-এর গ্রন্থনা ও পরিকল্পনাকারী প্রদীপ ঘোষ। উদীচীর
কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলাবিষয়ক সম্পাদক প্রদীপ ঘোষ জানান, চিত্রকলায় ‘ম্যাডোনা’ একটি বিশেষ পর্যায়ের চিত্রশৈলী। এ ধরনের ছবির বৈশিষ্ট্য, এতে মা ও শিশু প্রধান উপজীব্য হয়ে ওঠেন। রেনেসাঁস যুগে শিল্পীদের হাতে অঙ্কিত হয়েছে বিভিন্ন আঙ্গিকের ম্যাডোনা।  শিল্পাচার্য জয়নুল আবেদীন ১৯৪৩ সালের দুর্ভিক্ষের সময় যেসব ছবি এঁকেছেন, তার বেশির ভাগেরই মূল বিষয়বস্তু ছিল মা ও শিশু। মূলত এই দু’টি চরিত্রকে প্রাধান্য দিয়েই তিনি রচনা করেছেন একের পর এক কালজয়ী চিত্রকর্ম। প্রামাণ্যচিত্রটিতে শিল্পাচার্য জয়নুল আবেদীনের সহধর্মিণী জাহানারা আবেদীন, শিল্পী মিজানুর রহমান, বিশিষ্ট চিত্রকর ও জয়নুল আবেদীনের ছাত্র রফিকুন নবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক মতলুব আলী, উদীচীর কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানীসহ বিশিষ্টজনেরা জয়নুল আবেদীনের শিল্পকর্মের মানবিক দিকগুলোকে নিয়ে প্রাণবন্ত আলোচনা করেছেন।   বিভিন্ন ধরনের স্থিরচিত্র ও ভিডিওচিত্রের মাধ্যমে ’৪০-এর দশকে জয়নুল আবেদীনের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়কে ফুটিয়ে তোলা হয়েছে এ প্রামাণ্যচিত্রে।  শিল্পাচার্যের জন্মশতবার্ষিকী উপলে ১২ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদীচী আয়োজন করতে যাচ্ছে ‘জয়নুল জন্মশতবর্ষ অনুষ্ঠানমালা’। ওই দিন বেলা ৪টায় অনুষ্ঠান শুরু হবে শিল্পাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শত শিল্পীর চিত্র অঙ্কনের মধ্য দিয়ে।  এরপর আলোচনা পর্বে অংশ নেবেন উদীচীর সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদারসহ দেশবরেণ্য চিত্রশিল্পীরা। শত প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদীচী নিবেদন করবে গণসঙ্গীত। আলোচনা পর্বে জয়নুল আবেদীনের জন্মশতবার্ষিকীর স্মারক বক্তৃতা উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক মতলুব আলী। সবশেষে শিল্পাচার্যকে নিয়ে উদীচীর কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগের উদ্যোগে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ম্যাডোনা-৪৩’ প্রদর্শিত হবে। 

No comments:

Post a Comment