দৈনিক নয়া দিগন্ত পত্রিকার টঙ্গী সংবাদদাতা আজিজুল হককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত রাত পৌনে ৯টার দিকে চেরাগআলী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রাতে আজিজুল টঙ্গী প্রেস কাব থেকে বের হয়ে বাসায় ফেরার পথে বিদ্যুৎ অফিসের সামনে অজ্ঞাত ১০ থেকে ১২ সন্ত্রাসী তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়
ি কুপিয়ে জখম করে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আজিজুলের চোখ মারাত্মক জখম হয়েছে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে টঙ্গী প্রেস কাবের সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ জানান, প্রেস কাব থেকে পত্রিকায় নিউজ পাঠিয়ে সাড়ে ৮টার দিকে বাসায় যাওয়ার জন্য বের হন আজিজুল। পথে তার ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। হত্যার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা আজিজুলের ওপরে হামলা চালিয়েছে বলে জানান হেদায়েত উল্লাহ। এ ঘটনায় টঙ্গী প্রেস কাবের সভাপতি শাহজাহান সিরাজ সাজু ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ তিব্র নিন্দা জানান ও দোষিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। হামলার খবর পেয়ে টঙ্গী থানার ওসিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আজিজুলকে হাসপাতালে দেখতে যান। এ ব্যাপারে টঙ্গী থানার ওসি ইসমাঈল হোসেন জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে আহত সাংবাদিককে দেখতে গিয়েছি। এ ছাড়া তার সুচিকিৎসার জন্য খোঁজখবর নিয়েছি। কারা কী কারণে তাকে হত্যার চেষ্টা করেছে সে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি। এ দিকে গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা সানা উল্লা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
No comments:
Post a Comment