প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) এবং ইন্টারপার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) বিজয়ের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের বিশ্ব জয় করেছি। যেখানে এসব ফোরামে বাংলাদেশ বারবার সদস্য পদ হারিয়েছে, সেখানে আমরা দেশে গণতন্ত্রকে ফিরিয়ে এনে ফোরামের সর্বোচ্চ পদে বিজয়ী হয়েছি। বাংলাদেশের মানুষ আমাদের ভোট দিয়ে বিজয়ী না করলে আমরা আন্তর্জাতিক এই দুটি ফোরামে বিজয় অর্জন করতে পারতাম না
। এখানে গণতন্ত্রের বিজয় হয়েছে, জনগণের জয় হয়েছেÑ যদিও আমাদের নিয়ে অনেকে অনেক কথা বলেন, নির্বাচন নিয়েও অনেক প্রশ্ন করা হয়। গতকাল সন্ধ্যায় সিপিএ ও আইপিইউতে চেয়ারপারসন ও প্রেসিডেন্ট পদে বিজয়ী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। সংসদের দণি প্লাজায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা অনেক বাধা প্রতিবন্ধকতা অতিক্রম করে এ পর্যন্ত এসেছি। বিশ্ব অর্থনীতিতে মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। যে হারে দারিদ্র্য কমছে তাতে আমরা দেশকে দারিদ্র্যমুক্ত করতে সক্ষম হবো। তিনি বলেন, এই দু’টি পদে বিজয়ের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে মর্যাদার আসন পেয়েছে। তিনি বলেন, বাংলাদেশ এখন আর কেউ অবহেলা ও করুনা করতে পারে এমন দেশ নয়। একটা আত্মবিশ্বাস নিয়ে চললে, লক্ষ্য স্থির থাকলে সেটা অর্জন করা কঠিন নয়। অনুষ্ঠানে সংবর্ধিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ছাড়াও বক্তব্য রাখেনÑ সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, স্বতন্ত্র সংসদ সদস্য ডা: রুস্তম আলী ফরাজী, ব্রিটিশ হাইকমিশনার রবাট গিবসন, ভারতীয় দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সঞ্জিব চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন, চিফ হুইপ আ স ম ফিরোজ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সংসদের সিনিয়র সচিব আশরাফুল মকবুল। অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেইন মুহম্মদ এরশাদ, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্পিকার ও সাবের হোসেন চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন ডেপুটি স্পিকার।
No comments:
Post a Comment