বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডাকা হয়েছে। জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। উপাচার্যদের মত নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে বলেও জানান ইউজিসি চেয়ারম্যান। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ আছে দুই হাজার ১৫৪টি। এর মধ্যে অনার্স পড়ানো হয় এমন কলেজের সংখ্যা ৫৫৭টি। সরকারি কলেজ আছে ২৭৯টি। এর মধ্যে সম্মান পড়ানো হয় এমন সরকারি কলেজ ১৮১টি। প্রধানমন্ত্রী গত ৩১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব সরকারি কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার নির্দেশনা দেন। এরপর মন্ত্রণালয় এ বিষয়ে করণীয় ঠিক করতে ইউজিসিকে নির্দেশ দেয়। তারই ধারাবাহিকতায় ইউজিসি আজ উপাচার্যদের নিয়ে সভা আহ্বান করেছে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সূত্রমতে, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। শিক্ষার্থী ও কলেজের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় এত চাপ সামলাতে পারছে না। তা ছাড়া যে চিন্তা থেকে দুই দশক আগে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তা পূরণে কার্যত ব্যর্থ হয়েছে। এসব কারণে ২০০৯ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান কাঠামো ভেঙে দিতে বলেছিলেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপককে উপাচার্য ও সহ-উপাচার্য এবং একজন বেসরকারি শিক্ষকনেতাকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়ার পর তাঁরা বিশ্ববিদ্যালয়টিকে রক্ষার অঙ্গীকার করেন। শেষমেশ বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে নিয়োগ পাওয়া সহস্রাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুত করাই হয়ে ওঠে তাঁদের অন্যতম কাজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক মনে করছেন, কেবল সরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে গেলে বেসরকারি কলেজগুলোর পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন পাস করা শিক্ষার্থী, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থী, আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন সরকারি কলেজ থেকে পাস করা শিক্ষার্থীর মান ও তাঁদের মূল্যায়নের ক্ষেত্রে বৈষম্য হতে পারে।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Sunday, December 7, 2014
অনার্স কলেজ বিশ্ববিদ্যালয়ের অধীনে যাচ্ছে:প্রথম অালো
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডাকা হয়েছে। জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। উপাচার্যদের মত নিয়ে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে বলেও জানান ইউজিসি চেয়ারম্যান। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ আছে দুই হাজার ১৫৪টি। এর মধ্যে অনার্স পড়ানো হয় এমন কলেজের সংখ্যা ৫৫৭টি। সরকারি কলেজ আছে ২৭৯টি। এর মধ্যে সম্মান পড়ানো হয় এমন সরকারি কলেজ ১৮১টি। প্রধানমন্ত্রী গত ৩১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সব সরকারি কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার নির্দেশনা দেন। এরপর মন্ত্রণালয় এ বিষয়ে করণীয় ঠিক করতে ইউজিসিকে নির্দেশ দেয়। তারই ধারাবাহিকতায় ইউজিসি আজ উপাচার্যদের নিয়ে সভা আহ্বান করেছে। শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সূত্রমতে, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে প্রায় ১৪ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। শিক্ষার্থী ও কলেজের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় এত চাপ সামলাতে পারছে না। তা ছাড়া যে চিন্তা থেকে দুই দশক আগে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল তা পূরণে কার্যত ব্যর্থ হয়েছে। এসব কারণে ২০০৯ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান কাঠামো ভেঙে দিতে বলেছিলেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপককে উপাচার্য ও সহ-উপাচার্য এবং একজন বেসরকারি শিক্ষকনেতাকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়ার পর তাঁরা বিশ্ববিদ্যালয়টিকে রক্ষার অঙ্গীকার করেন। শেষমেশ বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে নিয়োগ পাওয়া সহস্রাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুত করাই হয়ে ওঠে তাঁদের অন্যতম কাজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক মনে করছেন, কেবল সরকারি কলেজগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে গেলে বেসরকারি কলেজগুলোর পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন পাস করা শিক্ষার্থী, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থী, আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন সরকারি কলেজ থেকে পাস করা শিক্ষার্থীর মান ও তাঁদের মূল্যায়নের ক্ষেত্রে বৈষম্য হতে পারে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment