ছুটির দিনে জমজমাট রিহ্যাব ফেয়ার। আরো দুই দিন চলবে এ ফেয়ার। শেষ হবে আগামীকাল রোববার। আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের রিহ্যাব ফেয়ারে ক্রেতারা সব আধুনিক ডিজাইনের এপার্টমেন্ট খোঁজার সাথে সাথে বিদ্যুৎ গ্যাসের সংযোগ আছে কিনা নিশ্চয়তা চাচ্ছে। দর্শক-ক্রেতা প্রায় সব স্টলেই যাচ্ছেন কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে কোন কোম্পানি কী সুযোগ সুবিধা দিচ্ছে তা জেনে নেয়ার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ পেয়েছে কিন
া সেটিও নিশ্চিত হচ্ছেন। এবারো অন্য বারের মতো রিহ্যাব ফেয়ারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নজরদারি আছে। রাজউকের কর্মকর্তারা বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে প্রকল্পগুলো একনজর দেখে নিচ্ছেন। অপর দিকে ক্রেতারাও একাধিক কোম্পানির সাথে কথা বলছেন। একাধিক কোম্পানির ব্রুশিউর সংগ্রহ করছেন। কাউকে কথা দিচ্ছেন না যে তাদের কোম্পানি থেকেই ফ্যাট কিনবেন। ফেয়ারে বুকিংও দিতে চাচ্ছেন না। তবে বুকিং যে একেবারেই হচ্ছে না তা নয়। রিহ্যাবের সাধারণ সম্পাদক মো: ওয়াহিদুজ্জামান গতকাল জানিয়েছেন, প্রথম দুই দিনের চেয়ে গতকাল দর্শক উপস্থিতি ছিল অনেক বেশি। উপস্থিতি বেশ উৎসাহব্যঞ্জক। সহসভাপতি লিয়াকত আলী ভূইয়া জানিয়েছেন, তার কোম্পানিতে গত বৃহস্পতিবার ফেয়ারে দু’টি ফ্যাটের বুকিং হয়েছে। মো: ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, এমনও কোম্পানি আছে যারা অর্ধডজনের বেশি ফ্যাট বুকিং পেয়েছে। দর্শক উপস্থিতি সম্পর্কে ওয়াহিদুজ্জামান জানান, প্রথম দুই দিনে পাঁচ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। গতকাল ছিল প্রথম দুই দিনের চেয়ে দ্বিগুণ। সব মিলিয়ে আমরা বেশ উৎসাহ বোধ করছি। এবারো প্রায় সব কোম্পানি চমৎকার তথ্যসংবলিত ব্রশিউর তৈরি করেছে। ব্রশিউর এবং ইন্টেরিয়র ডিজাইন দেখলেই তা বোঝা যায়। আমারিন হাফিজা এসেছেন ধানমন্ডি থেকে। তিনি বলছিলেন, ব্রশিউরগুলো প্রথমে দেখে পছন্দ হলে আমি জানতে চাইছি গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ আছে কিনা’। তিনি জানান, আমি চূড়ান্তভাবে যে কোম্পানি বাছাই করব এপার্টমেন্টের জন্য তাদের গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ আছে কিনা তা যাচাই করার জন্য প্রয়োজনীয় কাগজ দেখতে চাচ্ছি। সোলার প্যানেল বেশি টেকে না। আমি বারবার প্যানেল পরিবর্তন করতে পারব না। আবার এলপি গ্যাসের সিলিন্ডারও আমি উপরে তুলতে পারব না। রিহ্যাব নেতারা জানিয়েছেন, চলতি বছর থেকে আমরা গ্যাস ও বিদ্যুতের সংযোগ পাচ্ছি। ফলে যেসব অ্যাপার্টমেন্টে এত দিন সংযোগ দেয়া যায়নি সেগুলোতে সংযোগ দেয়া সম্ভব হবে। আশা করছি, ক্রেতারা এ বছর আগের চেয়ে বেশি রেডি ফ্যাট পাবেন।
No comments:
Post a Comment