প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিমানবাহিনীকে আরো শক্তিশালী ও একটি দক্ষ বাহিনী হিসেবে গড়ে তুলতে শিগগিরই নতুন পাঁচটি এমআই-১৭১ হেলিকপ্টার, ৯টি বেসিক ট্রেনিং এ
বং ১৬টি কমব্যাট ট্রেনিং এয়ারক্রাফট সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানবাহিনীর (বিএএফ) উন্নয়ন অব্যাহত রাখতে বর্তমান সরকারের অঙ্গীকারের কথা উল্লেখ করে বলেন, 'স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিমানবাহিনীকে আরো আধুনিকায়ন করে একটি শক্তিশালী ও দক্ষ বাহিনী আমরা গড়ে তুলব ইনশা আল্লাহ।' গতকাল বুধবার সকালে যশোরে বিএএফ একাডেমিতে বাংলাদেশ বিমানবাহিনীর ফ্লাইট ক্যাডেট কোর্সের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। তিনি অনুষ্ঠানে ফ্লাইট ক্যাডেটদের মধ্যে ট্রফি, সনদপত্র ও ফ্লাইং ব্যাজ হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী বিএএফ একাডেমিতে এসে পৌঁছলে বিমানবাহিনীপ্রধান এয়ান মার্শাল মোহম্মদ ইনামুল বারি ও বিএএফ একাডেমির কমান্ড্যান্ট এয়ার কমোডর এম সাঈদ হোসেন তাঁকে স্বাগত জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মন্ত্রী, সংসদ সদস্য, নৌবাহিনীপ্রধান, কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ফ্লাইট গ্র্যাজুয়েট ক্যাডেটরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানবাহিনীর সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের দেশের কষ্টার্জিত স্বাধীনতার নিরাপত্তার জন্য তাঁদের সর্বোচ্চ দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানবাহিনীর সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের কাজে ও চিন্তা-চেতনায় বাংলার আকাশ মুক্ত রাখতে দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, চীন থেকে আনা জেট ট্রেইনার কে-৮ ডাব্লিউ বিমান এরই মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। প্রশিক্ষণ ব্যবস্থা জোরদার করার জন্য অত্যাধুনিক সুবিধাসহ বিমানবাহিনী একাডেমিতে বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণকাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। পাশাপাশি বিমানবাহিনী একাডেমির অফিসার ক্যাডেটদের প্রশিক্ষণ জানুয়ারি মাস থেকে তিন বছরে উন্নীত করা হবে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার তিন বাহিনীর সদস্যদের পদমর্যাদা বৃদ্ধি করেছে। চাকরির সময়সীমা বাড়ানো হয়েছে। জাতিসংঘ শান্তি মিশনে বিমানবাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হচ্ছে। বিমানবাহিনীতে নতুন নতুন ইউনিট স্থাপনের ফলে জনবল বৃদ্ধি পাচ্ছে। পদোন্নতির পথ সুগম হচ্ছে। গতকালের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে মোট ৪২ জন ফ্লাইট ক্যাডেট অংশ নেন। এর মধ্যে ৭০ ফ্লাইট ক্যাডেট কোর্সের ২৭ জন এবং ১৪ এসএসসি ও এসপি এসএসসি থেকে ১৫ জন ফ্লাইট ক্যাডেট রয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন নারী ক্যাডেটও রয়েছেন। এই মনোজ্ঞ কুচকাওয়াজে নারী ফ্লাইট ক্যাডেটদের প্রাণবন্ত কুচকাওয়াজ দেখে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। ফ্লাইট ক্যাডেট উইং আন্ডার অফিসার ধ্রুব সরকার সোর্ড অব অনার ও কমান্ড্যান্ট ট্রফি পান। ফ্লাইট ক্যাডেট সার্জেন্ট সঞ্জীত তরফদার চিফ অব এয়ার স্টাফ পান। ফ্লাইট ক্যাডেট মো. ইশতিয়াক নাফিজ চৌধুরী ফ্লাইং একাডেমিতে সেরা পারফরম্যান্সের জন্য লাভ করেন 'বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি'। সূত্র : বাসস।
No comments:
Post a Comment