Wednesday, July 23, 2014

গাজায় মসজিদ ও হাসপাতালে নির্বিচার ইসরাইলি হামলা:নয়াদিগন্ত

ইসরাইলি ট্যাংক ও জঙ্গি বিমানগুলো গতকালও গাজায় দেড় শতাধিক টার্গেটে হামলা চালিয়েছে। এর মধ্যে মসজিদ এবং হাসপাতাল রয়েছে। ইসরাইল বর্বরতায় গাজায় নিহতের সংখ্যা গতকাল ৬০০ ছাড়িয়েছে। জাতিসঙ্ঘের হিসাব মতে, ইসরাইলি আগ্রাসনের কারণে এ পর্যন্ত এক লাখেরও বেশি ফিলিস্তিনি জাতিসঙ্ঘ শরণার্থী সংস্থা পরিচালিত ৬৯টি স্কুলে আশ্রয় নিয়েছে। অন্য দিকে গাজা থেকে ইসরাইলে রকেট হামলাও অব্যাহত রয়েছে। গতকাল রাজধানী তেলআবিবসহ অন্তত
ছয়টি শহরে শত শত রকেট হামলা চালানো হয়েছে। তেলআবিবে একটি রকেটের আঘাতে কয়েকজন ইসরাইলি আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল গাজায় স্থল অভিযান চালানোর সময় হামাসের হামলায় আরো দুই ইসরাইলি সেনা নিহত ও তিন সেনা মারাত্মক আহত হয়েছে। এ নিয়ে গত ১৫ দিনে ২৭ ইসরাইলি সৈন্য ও দুই বেসামরিক নাগরিক নিহত হলো। এ ছাড়া এক ইসরাইলি সেনাকে বন্দী করার কথা জানিয়েছে হামাস। তবে ইসরাইলি বাহিনী এখনো বিষয়টি স্বীকার করেনি। এ দিকে হামাস ও ইসরাইলের মধ্যে অস্ত্র বিরতির জন্য আন্তর্জাতিক তৎপরতা অব্যাহত রয়েছে। খবর আলজাজিরা ও বিবিসির। গাজায় ইসরাইলি সেনা নিখোঁজ : গাজা উপত্যকায় এক ইসরাইলি সেনা নিখোঁজ হয়েছে। ওই সেনা নিহত হয়েছে বলে মনে করছে ইসরাইল। ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। গাজা শহরের সীমান্তবর্তী শেজায়ায় রোববার সাঁজোয়া বহরের ওপর হামাসের হামলায় নিহত সাত সেনার একজনকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরা বাহিনী (আইডিএফ)। নিহত বাকি ছয় সেনার পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া শেষ ও নিশ্চিত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইডিএফ। হামাস রোববার সন্ধ্যায় ইসরাইলি এক সেনাকে বন্দী করার দাবি করলেও তা অস্বীকার করেছিল ইসরাইল। কিন্তু হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, গত রোববার সীমান্তের কাছে যুদ্ধের সময় ওই ইসরাইলি সেনাকে আটক করা হয়। তিনি ওই সেনার পরিচয়পত্রের ফটোকপি এবং সেনাবাহিনীতে তার সিরিয়াল নম্বর প্রদর্শন করেন। তবে তার কোনো ছবি প্রদর্শন করেননি। তবে সেনা আটকের হামাসের দাবি সঠিক হয়ে থাকলে ২০০৬ সালের মতো ইসরাইলকে আবারো বেকায়দায় পড়তে হবে। ২০০৬ সালে গাজায় স্থল অভিযানের সময় গিলাদ শালিত নামে এক ইসরাইলি সেনাকে বন্দী করে পাঁচ বছর আটক করে রেখেছিল হামাস। পরে কয়েক শ’ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়ার বিনিময়ে গিলাত শালিতকে ফেরত পায় ইসরাইল। এবারো হয়তো ইসরাইলকে একই রকম পরিস্থিতির মুখোমুখি হতে হবে। হাসপাতাল ও মসজিদে হামলা : আন্তর্জাতিকভাবে তীব্র সমালাচনা সত্ত্বেও গাজায় ইসরাইলের নৃশংসতা অব্যাহত রয়েছে। এবার তাদের ল্যবস্তুতে পরিণত হয়েছে আহতদের কেন্দ্রস্থল হাসপাতাল ও মসজিদ। মঙ্গলবার সকালে শহরের কেন্দ্রস্থল আলআকসা হাসপাতালে আক্রমণ চালিয়েছে তারা। হাসপাতালের তৃতীয়তলায় ইসরাইলি ট্যাংক শেলের আঘাতে নিহত হয়েছে কমপে চারজন। এ ছাড়া অন্তত পাঁচটি মসজিদেও হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা আশরাফ আল কিদরার উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, সোমবার সকালে খান ইউনিস শহরের একটি চূর্ণ বাড়ি থেকে অনেক লাশ বের করে আনেন উদ্ধারকর্মীরা। রাতে বাড়িটি ল্য করে বোমা নিপে করে ইসরাইলি যুদ্ধবিমান। কিদরা জানান, ঘটনাস্থল থেকে ২০টি লাশ উদ্ধার করা হয় এবং আরো দুই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। রোববার বিকেলে এক জরুরি অধিবেশনে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ গাজায় বেসামরিক লোকের প্রাণহানির ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে এবং ‘জরুরি ভিত্তিতে’ লড়াই বন্ধের আহ্বান জানায়। বান কি মুনের নিন্দা : গাজায় ইসরাইলের হামলা, হত্যাযজ্ঞ ও নৃশংসতার নিন্দা জানিয়েছেন জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুন। বাংলাদেশ সময় রোববার রাত ১২টার দিকে (কাতার সময় রাত ৯টা) কাতারে এক সংবাদ সম্মেলনে তিনি এ নিন্দা জানান। রোববার রাতে বান কি মুন কাতারের পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল আতাইয়ার সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলনে বান কি মুন বলেন, ‘আমি নৃশংসতার নিন্দা জানাই। ইসরাইলের সংযত হওয়া উচিত’। এ সময় তিনি রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে বলেন, আমাদের রক্তপাত বন্ধে পদপে নিতে হবে। যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগ : মিসরের রাজধানী কায়রোতে জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুনের সাথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠকের মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতির জন্য অন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ জোরদার হয়েছে। ইসরাইলি আগ্রাসন ও ও হামাসের রকেট হামলা বন্ধে কূটনৈতিক সমাধান বের করার চেষ্টায় সোমবার কায়রো যান কেরি। তিনি সেখানে বুধবার পর্যন্ত অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে। অপর দিকে একই উদ্দেশ্যে মধ্যপ্রাচ্য সফরে থাকা জাতিসঙ্ঘ মহাসচিব সোমবার কায়রো পৌঁছেন। ওই দিন রাতে কায়রোতে এই দুই বিশ্বনেতার মধ্যে বৈঠক হয়। এ সময় কেরি জানান, ‘সৃষ্ট মানবিক সঙ্কট হ্রাস করার’ চেষ্টা হিসেবে গাজায় চার কোটি ৭০ লাখ ডলারের সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনিদের হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও ইসরাইলের ‘যথাযথ ও বৈধ’ সামরিক অভিযানের প্রতি মৌন সমর্থন জানিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। কেরি নিরপরাধ বেসামরিকদের লড়াই থেকে রার জন্য ‘একটি সিদ্ধান্ত নেয়ার জন্য’ হামাসের প্রতি আহ্বান জানান। আরব লিগের প্রধান নাবিল আল আরাবিও এর আগে একই ধরনের আহ্বান জানান। লড়াই শেষ করার জন্য দুই পরে মিসরীয় প্রস্তাব মেনে নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। গত সপ্তাহে দেয়া মিসরীয় ওই প্রস্তাবটি ইসরাইল মেনে নিলেও প্রত্যাখ্যান করে হামাস। তাদের মতে, প্রস্তাবটি গ্রহণ করা হলে তা ‘আত্মসমর্পণের’ শামিল হবে। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ ‘শত্রুতা পরিত্যাগ করে দ্রুত’ যুদ্ধবিরতি করার আহ্বান জানালেও আরব রাষ্ট্রগুলোর তৈরি করা কঠোর ভাষার খসড়া প্রস্তাবটি অনুমোদন করেনি। মঙ্গলবার এ আহ্বানের পুনরাবৃত্তি করে দ্রুত শর্তহীন যুদ্ধবিরতি করার কথা বলেন বান। এরপর তার ইসরাইল ও ফিলিস্তিনের পথে রওনা হওয়ার কথা রয়েছে। শেষ পাওয়া খবরে ৬০০ ফিলিস্তিনি ও ২৯ জন ইসরাইলি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ দিকে গাজায় অস্ত্রবিরতির জন্য কূটনৈতিক চাপ তীব্র করতে কায়রোতে আলোচনা করেছেন জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

No comments:

Post a Comment