Tuesday, July 22, 2014

‘বাবাকে চাই, আমার বাবাকে এনে দাও’:নয়াদিগন্ত

ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ক্ষতবিক্ষত হয়ে গেছে শিশুটির দেহ। চিকিৎসক ছুটে এসেছেন তার চিকিৎসা করতে; কিন্তু শিশুটি তাকে জড়িয়ে ধরে কেবলই চিৎকার করে বলছে, ‘আমি বাবাকে চাই, আমার বাবাকে এনে দাও।’ অবুঝ শিশুর কান্নায় চিকিৎসকের চোখ দিয়েও পড়ছিল পানি। গাজার আশ-শিফা হাসপাতালের এই দৃশ্যটি প্রকাশ করেছে ফেয়ারফ্যাক্স। শার্টহীন শিশুটির মুখ, দেহ, বাহু, পায়ে কেবল আঘাতে চিহ্ন। হাসপাতালের এক চিকিৎসক তাকে বেডে শুইয়ে দেয়
ার চেষ্টা করতেই সে বাবাকে এনে দেয়ার জন্য কান্না শুরু করে দেয়। বৃহস্পতিবার আহত অবস্থায় যে চারটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়, এই ছেলেটি তাদের একজন। মাত্র তিন বছর বয়স। শিশুটি যখন কাঁদছিল, তখন আরেক দৃশ্যে দেখা যায়, এক ইসরাইলি ট্যাংক কমান্ডার বিজয়সূচক চিহ্ন দেখিয়ে বলছে, ‘নরকের দরজা খুলে গেছে’। গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৫০৮ জনে পৌঁছেছে। বর্তমানে যুদ্ধবিরতির কূটনৈতিক প্রয়াস চললেও তাতে খুব একটা সাড়া পাওয়া যাচ্ছে না।

No comments:

Post a Comment