ব্রাজিল নেই। তবু তো ফাইনাল খেলা হচ্ছে মারাকানায়! বল পায়ে পেলেই যেন চঞ্চল হরিণ! প্রতিপক্ষের ডিফেন্সে সন্ত্রাস। গ্যালারিতে সমুদ্রের গর্জন। আছড়ে পড়ে ঢেউ। প্রায় ৮০ হাজার মানুষের গ্যালারি। যেন নিজের ছেলেটি ওই ছুটে যায়। ফুটবলের রস আস্বাদনের ফাইনালে মেসির মাঝেই যেন নেইমার, মুলারের মাঝেই অস্কারকে খুঁজে নেয় ব্রাজিলিয়ানরা। জমে ওঠে ফাইনাল। মারাকানার ফাইনাল। ২০১৪ বিশ্বকাপে জার্মানি ও আর্জেন্টিনার ফাইনাল। লাতি
ন আমেরিকার মর্যাদা ধরে রাখার লড়াই করে আর্জেন্টিনা। লাতিন বিশ্ব থেকে প্রথমবারের মতো ইউরোপে শিরোপা নিতে চায় জার্মানি। হতে দেবে না আর্জেন্টিনা। কিন্তু একি! ইতিহাসে অমর মারাকানার গ্যালারিতে লাতিনদের পাশে এত জার্মান সমর্থক! আসলে তারা ব্রাজিলিয়ান। জার্মানরা বুকের ওপর বসে ছুরি বসিয়েছে সেমিফাইনালে। তারপরও ফাইনালে ওরা জার্মানিকে সমর্থন করে। প্রতিবেশী আর্জেন্টিনার সঙ্গে ফুটবল দ্বন্দ্ব, কত লড়াই। কিংবদন্তির পর্যায়ে চলে যাওয়া ফুটবল শত্র“তা। তাই ব্রাজিলিয়ানরাও জার্মানির খেলোয়াড়দের সাহস দিচ্ছেন। আর্জেন্টিনার মানুষ কি আর কম যায়! ১৯৯০-এর পর এই প্রথম ফাইনালে। তাও বাড়ির কাছে। কদিন ধরেই এই রিও ডি জেনিরো তাদের ঘরবাড়ি, আবাস! পথেঘাটে, বিচে, হোটেলে মেলা কষ্ট সব মুছে গেছে। মেসি, মাসচেরানোদের পায়ে বল মানেই গ্যালারির হাজারও আর্জেন্টাইনের ঝড়ো উচ্ছ্বাস। হঠাৎ মনে হয়, এ তো আর্জেন্টিনারই কোনো স্টেডিয়াম! এই মারাকানা ১৯৫০ বিশ্বকাপে ব্রাজিলের বুকভাঙা ইতিহাসের সাক্ষী। যেটি মারাকানাজো নামে পরিচিত। উরুগুয়ের কাছে ফাইনালে ২-১ গোলে হেরেছিল। ওই ম্যাচ স্টেডিয়ামে বসে দেখেছিলেন দুই লাখ মানুষ। সেই হারের ক্ষত ব্রাজিলের এখনকার প্রজন্মও বয়ে বেড়ায়। তারা ভেবেছিল, ’৫০-এর কষ্ট এই ’১৪-তে এসে মুছবে। কিন্তু তাদের কষ্টের ইতিহাস আরও দীর্ঘ হয়। মারাকানা আসলে ব্রাজিলের দুঃখ! ব্রাজিল তাই দর্শক মারাকানায় মেসিদের দাপটের এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন, এটা তো মানতেই পারে না। তাই জার্মানদের আক্রমণ ঠেকিয়ে পাল্টা আক্রমণে যায় আর্জেন্টিনা। কাঁপিয়ে দেয় প্রতিপক্ষের ডিফেন্স। গ্যালারি ও বাইরে ব্রাজিলিয়ানদেরও বুক কাঁপে! তাদের মাটি থেকে শিরোপা নিয়ে ঘরে ফিরে যাবে আর্জেন্টিনা! এও দেখতে হবে, মানতে হবে! নুয়ার থাকেন শেষ প্রহরী। সামনে বোয়াটেং, ক্রুসরা আক্রমণ সাজান। আর্জেন্টিনার মাঝমাঠ পেরিয়ে যায় জার্মানি। কিছু জার্মান দর্শকের সঙ্গে ব্রাজিলিয়ানদের মিলনে জার্মানদের সমর্থন বাড়ে। এভাবেই মাঠে লড়াই চলে শ্রেষ্ঠত্বের শিরোপার। মারাকানার গ্যালারিতেও চলে লড়াই। তাও শ্রেষ্ঠত্বের। পার্থক্য শুধু, আর্জেন্টিনার প্রতিপক্ষ সেখানে ব্রাজিলও!
No comments:
Post a Comment