Wednesday, August 20, 2014

মেয়াদের এক দিন আগেও সরকার ক্ষমতা ছাড়বে না : তোফায়েল:নয়াদিগন্ত

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী ২০১৯ সালে অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার তার পূর্ণ পাঁচ বছর মেয়াদের এক দিন আগেও ক্ষমতা ছাড়বে না। আর ওই নির্বাচন নিয়ে বিএনপির সাথে কোনো সংলাপেও বসবে না বর্তমান সরকার। গতকাল মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদতবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মন্
ত্রী এ কথা বলেন।  মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত স্নেহ করতেন, সেই খালেদা জিয়া বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে কেক কেটে উল্লাস করে জন্মদিন পালন করেন। তার (খালেদা জিয়া) সাথে কিংবা তার দল বিএনপির সাথে নির্বাচন ইস্যুতে সংলাপে বসবে না বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সরকার আলী আককাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক মো: সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পরিমল বালা, নীলদলের সভাপতি অধ্যাপক আশরাফ-উল-আলম, সাধারণ সম্পাদক ড. নূর মোহাম্মদ, কর্মকর্তা সমিতির সভাপতি শেখ রেজাউল করিম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি এফ এম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম প্রমুখ।

No comments:

Post a Comment