Saturday, August 9, 2014

তোবার শ্রমিকদের মুক্ত করতেই সরকারের হস্তক্ষেপ:নয়াদিগন্ত

শ্রমিকদের কল্যাণেই ট্রেড ইউনিয়নকে সব ধরনের রাজনৈতিক বেড়াজালের বাইরে থাকতে হবে। একই সাথে সুষ্ঠু ট্রেড ইউনিয়নের চর্চা নিশ্চিত করতে শ্রমিক-মালিক-সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তোবা কারখানার শ্রমিকদের মুক্ত করতেই সরকার হস্তক্ষেপ করে। তোবা শ্রমিকদের আটকে রেখে মারধর করা হলে এবং তাদের বিজিএমইএ ভবনে মজুরি নিতে বাধা দেয়ায় তাদের মুক্ত করতে সরকার এই হস্তক্ষেপ করতে বাধ্য হয়। গতকাল রাজধানীর বসুন্ধরা
সিটিতে ডিবেট ফর ডেমোক্র্যাসি আয়োজিত ‘পাবলিক পার্লামেন্ট’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রতিযোগিতায় মক স্পিকার হিসেবে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। গার্মেন্ট শ্রমিকদের স্বার্থরক্ষায় সরকার ও ট্রেড ইউনিয়নের ভূমিকা নিয়ে এই প্রতিযোগিতায় সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিজয়ী হয়। বিজয়ী দলের বক্তারা হলেন- মো: আশিকুল ইসলাম চয়ন, নাজমুল মোর্শেদ, সৈয়দ খলিল মাহমুদ। সাউথ ইস্ট ইউনিভার্সিটির বক্তারা হলেন- মো: সিহাব উদ্দিন, মো: রিফাত হোসেন, এস এম শওকতুল ইসলাম। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি মাইনুল আলম, সাংবাদিক সাজু রহমান, উন্নয়ন বিশ্লেষক ড. এস এম মোর্শেদ এবং কমিউনিকেশন স্পেশালিস্ট শাকিল ফয়জুল্লাহ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তার্কিকদের ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি। 

No comments:

Post a Comment