Monday, August 11, 2014

জাপানে ঘূর্ণিঝড় হালংয়ের আঘাত : মানবিক বিপর্যয়ের আশঙ্কা:নয়াদিগন্ত

জাপানের দণি-পশ্চিমাংশে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় হালং। আক্রান্ত অঞ্চলের প্রায় ১০ লাখ মানুষকে সরিয়ে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপকে নির্দেশ দিয়েছে জাপান প্রশাসন।  শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘূর্ণিঝড়ের কারণে সীমান্তবর্তী কোচির শহর আকির নিকটবর্তী অঞ্চলে ভূমিধস সংঘটিত হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে, জাপানের আবহাওয়া অধিদফতরের সূত্রে জানা গেছে। এ ছাড়া চলছে অবিরত বর্ষণ, যার প্রভাবে দ্ব
ীপ রাষ্ট্রটির পশ্চিমাঞ্চলের পথঘাট সম্পূর্ণ ডুবে গেছে। এ বর্ষণ চলতে থাকলে অচিরেই একাধিক ভূমিধস ও অকস্মাৎ বন্যা সংঘটিত হতে পারে, যা মানবিক বিপর্যয়কে আরো ঘনীভূত করবে। য়তির পরিমাণ খুব বেশি জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত একজন মারা গেছেন এবং ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।

No comments:

Post a Comment