Monday, August 25, 2014

হজযাত্রী পরিবহনে ফাইট প্রস্তুত : বিমানমন্ত্রী:নয়াদিগন্ত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, হজযাত্রী পরিবহনে সব প্রস্তুতি শেষ হয়েছে। এবার হজ ফাইট হবে নির্বিঘœ। অপর দিকে হাজীদের সৌদি আরবে বাড়ি ভাড়া নিয়ে জটিলতা দূর হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। হজযাত্রী পরিবহন কার্যক্রম তদারকি, সমন্বয়, নির্বিঘœ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গতকাল সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় এ তথ্য জানান দুই মন্ত্র
ী। এবার ব্যাংক হিসাবের মাধ্যমে বাড়ি ভাড়া পরিশোধে নিয়ম করেছে সৌদি সরকার। নতুন নিয়মের জটিলতায় বেশির ভাগ হজ এজেন্সি বাড়ি ভাড়া করতে পারছিল না। ধর্মমন্ত্রী বলেন, সৌদি আরবে গিয়ে বাড়ি ভাড়া সমস্যার সমাধান করেছি। সৌদি কর্তৃপরে সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে তারা বলেছে, এবার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে না পারলেও এজেন্সিগুলো বাড়ি ভাড়া করতে পারবে। তবে নভেম্বর মাস পর্যন্ত ব্যাংক হিসাব খোলার কার্যক্রম চলবে। আগামী বছর থেকে বাধ্যতামূলকভাবে ব্যাংক হিসাব খুলতে হবে। মতিউর রহমান বলেন, সরকারি হজযাত্রীদের ভিসা পাওয়া গেছে। বেসরকারি হজযাত্রীদের ভিসা ও বাড়ি ভাড়ার কার্যক্রম চলছে। এবার হজ ভালোভাবে সম্পন্ন হবে বলে আশা করছি। এ বছর হজযাত্রীর সংখ্যা ৯৮ হাজার ৭৫৭ জন জানিয়ে বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স সমান অনুপাতে (৫০ ভাগ করে) হজযাত্রী পরিবহন করবে। গত রাতে বৈঠকে উপস্থিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ এম মোসাদ্দিক আহমদ নয়া দিগন্তকে বলেন, সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনা সম্পন্ন করতে বিমানের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২৭ আগস্ট সকালে ব্যালটি হজযাত্রীদের নিয়ে দু’টি ফাইট যাবে। এরপর ননব্যালটি ফাইট শুরু হবে। হজভিসা ইস্যু শুরু চলতি বছরের হজভিসা ইস্যু শুরু করেছে বাংলাদেশের সৌদি দূতাবাস। গতকাল পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার আগামী ২৭ আগস্টের ফাইট শুরুর দিনের দুইটি ফাইটের যাত্রীদের ভিসা ইস্যু সম্পন্ন করেছে। তবে একই দিন বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য নির্ধারিত দুইটি ফাইটের যাত্রীদের ভিসা ইস্যুর কাজ গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্পন্ন হয়নি। আশকোনার হজ অফিসের পরিচালক মো: মিজানুর রহমান জানিয়েছেন, বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের তিন হাজার ১৫৯ জনের ভিসার আবেদন গতকাল সৌদি দূতাবাসে পাঠানো হয়েছে। সন্ধ্যায় দূতাবাসের সাথে যোগাযোগ করে জানা গেছে, ভিসা ইস্যুর কাজ চলছে। তিনি বলেন, ২৭ আগস্ট সকালে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের যে দুইটি ফাইট যাওয়ার কথা তাদের ভিসা ইস্যু হয়ে গেছে। বিজি-১০১১ ও বিজি৩০১১ যথাক্রমে সকাল ৭টা ৫ মিনিট ও দুপুর ১২টা ৫ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা। এ ছাড়া একই দিন বেসরকারি হজযাত্রীদের নিয়ে আরো দুইটি ফাইট বিজি-৫০১১, বিজি-০০৩৫ যথাক্রমে বিকেল ৫টা ৫ মিনিট ও রাত ১১টা ৫৯ মিনিটে ঢাকা ত্যাগ করার কথা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বেসরকারি হজযাত্রীদের ভিসা হাতে পৌঁছেনি। এ ছাড়া যে ১০-১২টি এজেন্সির তিন হাজার ১৫৯ জনের ভিসার জন্য আবেদন পাঠানো হয়েছে তারা ২৭ আগস্টের প্রথম দিনের যাত্রী কিনা সেটাও নিশ্চিত নয়। ফলে প্রথম দিকের বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ফাইটগুলো নির্দিষ্ট যাত্রী নিয়ে ছেড়ে যেতে পারবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। যদিও বাংলাদেশ বিমানের পক্ষ থেকে গতকাল এক সংবাদ সম্মেলনে হজ ফাইটের জন্য বিমানের সর্বাত্মক প্রস্তুতির কথা জানানো হয়েছে।

No comments:

Post a Comment