Saturday, August 9, 2014

গাজায় নতুন করে ইসরাইলি হামলা শুরু : নিহত ৪:নয়াদিগন্ত

গাজায় তিন দিনের যুদ্ধবিরতি শেষ হওয়ার সাথে সাথেই আকাশ, সাগর ও স্থলপথে নতুন করে প্রচণ্ড হামলা শুরু করেছে ইসরাইল। এতে অন্তত এক শিশুসহ ৪ জন নিহত হয়েছে। ফিলিস্তিনিরা আবার নিরাপদ আশ্রয়ের সন্ধানে তাদের বাড়িঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন। ফিলিস্তিনিদের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই হামলার প্রথম শিকার হয়েছে ১০ বছরের একটি বালক। গাজা সিটির একটি মসজিদের পাশে ইসরাইলি গোলার আঘাতে সে মারা গেছে। এ ছাড়া খান ইউনিস শহরে ড্রোন
হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দু’টি হামলায় অন্তত ২২ জন আহত হয়েছেন। ইসরাইল বলছে, হামাসের ছোড়া রকেটের পাল্টা জবাব দিচ্ছে তারা। ইসরাইলি সেনাবাহিনী বলছে, শুক্রবার সকালে গাজা থেকে ইসরাইলকে লক্ষ্য করে ৩৫টি রকেট ছোড়া হয়েছে। আয়রন ডোম নামে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি রকেট আকাশে ধ্বংস করেছে। অন্যগুলো খোলা জায়গায় পড়েছে। রকেটের আঘাতে অন্তত দুই ইসরাইলি আহত হয়েছে। সংবাদদাতারা বলছেন, ইসরাইলি সৈন্যরা সাথে সাথেই যুদ্ধবিমান, গানবোট ও ট্যাংক দিয়ে গাজায় হামলা শুরু করে। মিসরের মধ্যস্থতায় দুই পক্ষ মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে রাজি হলেও এর মেয়াদ বাড়ার সম্ভাবনা নিয়ে শুরু থেকেই সন্দেহ ছিল। বিশেষ করে অবরোধ প্রত্যাহার ছাড়া হামাস যুদ্ধবিরতির সময় বাড়াতে অস্বীকার করেছে। তারা বলছে, গাজার ওপর সাঁড়াশি অবরোধ এবং বন্দী মুক্তির মতো তাদের গুরুত্বপূর্ণ দাবিগুলো পূরণে ব্যর্থ হয়েছে ইসরাইল। গাজাকে পুরোপুরি অস্ত্র মুক্ত করার ইসরাইলের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে হামাস। চার সপ্তাহ ধরে লড়াইতে এক হাজার ৯৪০ জন মারা গেছে। এদের মধ্যে প্রায় এক হাজার ৯০০ জনই ফিলিস্তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি কর্মকর্তা জানান, ইসরাইল হামাসের সাথে অস্ত্রবিরতির সময় বাড়ানো নিয়ে কায়রোতে চলমান আলোচনা থেকে বেরিয়ে আসছে। তিনি বলেন, ইসরাইল ‘রকেট হামলার মধ্যে আলোচনা করবে না।’ তিনি বলেন, ইসরাইল ‘হামাসের অস্ত্রবিরতি লঙ্ঘনের আগে’ অস্ত্রবিরতি আরো তিন দিন বাড়াতে তার সদিচ্ছার কথা মিসরকে অবহিত করেছিল। মিসরের মধ্যস্থতায় দুই পক্ষ মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার অস্ত্রবিরতিতে রাজি হলেও এর মেয়াদ বাড়ার সম্ভাবনা নিয়ে শুরু থেকেই সন্দেহ ছিল। বিশেষ করে হামাস অস্ত্রবিরতির সময় বাড়াতে অস্বীকার করে। গাজায় ব্যাপক হামলার নির্দেশ নেতানিয়াহুর : ইসরাইলের ইসরাইলি প্রধানমন্ত্রী গাজার ওপর প্রচণ্ড হামলার নির্দেশ দিয়েছেন। তিন দিনের যুদ্ধ বিরতি শেষে গতকাল দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাবাহিনীকে এ আদেশ দেন।  ইসরাইলি সেনাবাহিনী জানায়, এরই মধ্যে গাজায় হামলা চালানো হয়েছে। তবে তারা এখনো ফিলিস্তিনের অধিকৃত এলাকায় ঢোকেনি।

No comments:

Post a Comment