সিরিয়া ও ইরাকে বিরাট এলাকা দখলকারী ইসলামপন্থী গোষ্ঠী দ্য ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত বা আইসিসের বিরুদ্ধে গতকাল বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামা এ হামলার অনুমোদন কয়েক ঘণ্টা পর এ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিমান হামলায় আইসিসের কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। আলজাজিরা ও বিবিসি। মার্কিন প্রতিরা দফতর পেন্টাগন বলছে, কুর্দিস্তানের নিকটবর্তী ইরাকের উত্তরাঞ্চলীয় শহর
ইরবিলের কাছে আইসিসের ভারি অস্ত্র ল্য করে বিমান হামলা চালানো হয়েছে। দু’টি এফ/এ-১৮ বিমান ৫০০ পাউন্ড ওজনের লেজার নিয়ন্ত্রিত বোমা নিপে করেছে। কুর্দি মিলিশিয়া পেশমার্গার যোদ্ধারা আইসিসের হাত থেকে ইরবিল শহর রার জন্য লড়াই করছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি রিয়ার অ্যাডমিরাল জন কিরবি জানান, আইএসের যোদ্ধারা ইরবিলের যে স্থানে কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে ওই গোলন্দাজ বাহিনী ব্যবহার করছিলেন, তার খুব কাছেই মার্কিন কর্মকর্তাদের অবস্থান। সম্প্রতি আইসিসের আক্রমণের ফলে মানবিক বিপর্যয়ে পড়েছেন প্রায় ৪০ হাজার ইরাকি। এর ফলেই এই সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ হামলাকে ‘মানবিক অভিযান’ বলে অভিহিত করছেন মার্কিন কর্মকর্তারা। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকে বিমান হামলার অনুমোদন দেন। তবে কখন হামলা চালানো হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। ওবামা হামলার অনুমোদন দিয়ে বলেন, উত্তর ইরাকের খ্রিষ্টান অধ্যুষিত কারকোশ অঞ্চলে আইসিসের হামলার কারণে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এ জন্য ইরাকে মানবিক সহায়তা দেয়ার কথা বলেন ওবামা।
No comments:
Post a Comment