জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশে সংসদ নেতা, স্পিকার, বিরোধী দলের নেতা ও সংসদ উপনেতা নারী। নারীর মতায়ন ও জেন্ডার সমতাকরণে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। মাতৃ ও শিশুমৃত্যু হার হ্রাসসহ অনেক েেত্র বাংলাদেশের অর্থপূর্ণ অর্জন রয়েছে। শিল্প ও কৃষিসহ সব েেত্র নারীরা কাজ করছে। বিশেষ করে পোশাক শিল্পে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য। দেশের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীরা কার্যকর ভূমিকা
রাখায় জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। গতকাল ইরান পার্লামেন্টের নারী ও পরিবারবিষয়ক সংসদীয় ফ্র্যাকশনের প্রধান ফাতমেহ রাহবারের নেতৃত্ব ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল স্পিকারের সাথে জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে সাাৎ করতে এলে তিনি এ কথা বলেন। এ সময় ইরান প্রতিনিধিদলের সদস্য নেয়ারাহ আখাভান বিতারাফ, শাহা মিরগালু বায়াত ও সকিনা ওমরানি এবং ইরান পরারাষ্ট্র দফতরের প্রতিনিধি হামিদরেজা সুলতানপুর ও প্রটোকল বিশেষজ্ঞ জালাল আবুল হাসানি উপস্থিত ছিলেন। ইরান প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে স্পিকার বলেন, বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান সম্পর্ক চমৎকার। দুই দেশের সংসদের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠনের মাধ্যমে দুই দেশের সংসদ ও জনগণের মধ্যে সম্পর্ক আরো বাড়ানোর পাশাপাশি বাণিজ্য-বিনিয়োগসহ সব েেত্র দুই দেশের সম্পর্ক আরো সম্প্রসারিত করা সম্ভব। দুই দেশের সংসদ ও জনগণের মধ্যে সহযোগিতার সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে দ্বিপীয় সম্পর্ক আরো এগিয়ে যেতে পারে। নারীর মতায়নে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে প্রতিনিধিদলের নেতা ফাতমেহ রাহবার বলেন, বাংলাদেশে নারী উন্নয়ন প্রশংসার দাবি রাখে। এসব উন্নয়নকার্যক্রম অনুসরণ করার মতো। তিনি বলেন, ইরান ও বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধির জন্য ইরানের সংসদে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির কার্যক্রমের মাধ্যমে ভবিষ্যতে ইরান ও বাংলাদেশের সম্পর্ক আরো সম্প্রসারিত হবে। ইরান পার্লামেন্টের স্পিকার শিগগির বাংলাদেশ সফর করবেন। ইরানে নারী উন্নয়নে অগ্রগতির বর্ণনা করে তিনি বলেন, ইরানে শিা, স্বাস্থ্য, কৃষি ও গবেষণা কাজে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে রয়েছে। বিশেষ করে উচ্চশিায় নারীর অংশগ্রহণ শতকরা ৬০ ভাগ। ফিলিস্তিনের গাজায় নারী-পুরুষ ও শিশুদের ওপর অমানবিক নির্যাতন প্রসঙ্গে ফাতমেহ রাহবার বলেন, ইরান সরকারের প থেকে জোট নিরপে আন্দোলনে ফিলিস্তিন সমস্যা নিয়ে একটি বৈঠক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এ বৈঠকেই ফিলিস্তিন সমস্যা নিয়ে একটি সিদ্ধান্ত নেয়া সম্ভব। তিনি ফিলিস্তিন বিষয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে বলেন, বাংলাদেশ ফিলিস্তিন বিষয়ে যে নিন্দা জানিয়েছে এটা অবশ্যই মুসলিম উম্মাহ তথা মানবতার জন্য একটি ইতিবাচক দিক।
No comments:
Post a Comment