ইসরাইলকে সভ্য আচরণে বাধ্য করতে ন্যামের (জোটনিরপেক্ষ আন্দোলন) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। গতকাল ইরানে ফিলিস্তিনবিষয়ক ন্যাম কমিটির জরুরি বৈঠকে রিজভী বলেন, ইসরাইল যে পদ্ধতিতে নিষ্ঠুরতার শক্তি প্রয়োগ করছে, তাতে দেশটিকে সভ্য আচরণে বাধ্য করতে ন্যাম সদস্য রাষ্ট্রগুলোর প্রত্যাখ্যানের শক্তি ব্যবহার করা উচিত। ফিলিস্তিনের বিরুদ্ধে আগ্রাসনের কারণে বিশ্বজনমত
এখন পরিষ্কারভাবে বিভক্ত। তাই ইসরাইল এখন আগের মতো অভেদ্য নয়। তিনি বলেন, ন্যামকে সম্মিলিত শক্তি প্রদর্শন করতে হবে। বাণিজ্য অবরোধ আরোপ, মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দেশটির রাজনীতিক, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের ভিসা প্রত্যাখ্যান, অস্ত্রবাণিজ্য চুক্তি লঙ্ঘনের জন্য ইসরাইলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ এবং ইসরাইলের এয়ারক্রাফটের জন্য ন্যাম সদস্য রাষ্ট্রগুলোর আকাশসীমা ব্যবহারের অনুমতি স্থগিত করার মাধ্যমে ইসরাইলি কর্তৃপক্ষের প্রতি ন্যামকে একটি শক্তিশালী বার্তা পাঠাতে হবে। উপদেষ্টা বলেন, ইসরাইলি আগ্রাসন বন্ধ ও যুদ্ধবিরতি নিশ্চিত করতে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের ব্যর্থতার পরিপ্রেক্ষিতে ন্যামের বিকল্প চিন্তাভাবনার সময় এসেছে। ফিলিস্তিনবিষয়ক ন্যাম কমিটির জরুরি বৈঠক উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। এতে গাজা উপত্যকার সর্ব সাম্প্রতিক পরিস্থিতির ওপর বক্তব্য রাখেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. রাইদ আল-মালিকি। সভাপতিত্ব করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. জাভেদ জারিফ। বৈঠকে মিসর, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, তিউনিসিয়া, লেবানন, সিরিয়া ও ভেনিজুয়েলার মন্ত্রী এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, মরোক্ক ও জর্ডানের বিশেষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে গাজা উপত্যকার চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ন্যাম সদস্য রাষ্ট্রগুলোকে বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে ঘোষণাপত্র অনুমোদন করা হয়। ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খোন্দকার আব্দুস সাত্তার বৈঠকে উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment