Saturday, August 9, 2014

গণতন্ত্র আজ হুমকির মুখে : শিবির:নয়াদিগন্ত

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেছেন, আওয়ামী সরকারের ফ্যাসিবাদী আচরণের ফলে গণতন্ত্র আজ হুমকির মুখে। অবৈধভাবে মতায় আসা বাকশালী চরিত্রের এই সরকার রাষ্ট্রের সকল পর্যায়ে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। তিনি গতকাল রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব
কথা বলেন।  শাখা সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি তারেক আব্দুলাহর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াছিন আরাফাত ও মানবাধিকার সম্পাদক শাহ মো: মাহফুজুল হক। শিবির সভাপতি বলেন, আওয়ামী লীগ বরাবরই গণতন্ত্রের বিপ শক্তি। আইনের তোয়াক্কা না করে গণগ্রেফতার, গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের অপচেষ্টা আওয়ামী ফ্যাসিষ্ট চরিত্রকে আবারো জাতির সামনে প্রমাণিত করেছে। সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে একের পর এক খুন, গুমসহ অগণতান্ত্রিক আচরণ করেই চলছে; আবার এসব অন্যায় আচরণের বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারে তার জন্য নীতিমালা প্রণয়ন করছে। তিনি আরো বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়নের মাধ্যমে সরকার যে দিগন্ত ও ইসলামিক টিভি এবং আমার দেশের ধারাবাহিকতায় আরো গণমাধ্যম বন্ধ করে দিতে চায়, তা সচেতন দেশবাসীর সামনে পরিষ্কার হয়ে গেছে।  তিনি আরো বলেন, ঈদের সময়েও সরকারের নির্দেশে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার, নির্যাতন থেমে নেই। আগামী ঈদুল আজহার আগেই সরকার শীর্ষ জামায়াত নেতৃবৃন্দকে মুক্তি দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যথায় আন্দোলনের তীব্রতায় সরকারের পতন অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ আজ খাদের কিনারে দাঁড়িয়েছে। দুর্ঘটনার পাশাপাশি ক্রমাগত সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে। এভাবে চলতে থাকলে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখিন হবে। কাজেই, এখনই আমাদের সোচ্চার হয়ে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি সর্বাত্মক আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে শিবির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

No comments:

Post a Comment