সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ৩০ জন বিশিষ্ট ব্যক্তিকে মাদার তেরেসা স্বর্ণপদক দেয়া হয়েছে। গতকাল জাতীয় প্রেস কাবে পুরস্কারপ্রাপ্তদের মধ্যে এই পদক দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বৌদ্ধকৃষ্টি প্রচার সঙ্ঘের সভাপতি সঙ্ঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো তাদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মুর্শেদ, ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু, প্রমথ বড়–য়া প্রমুখ উপস্থিত ছিলেন। মাদ
ার তেরেসার জন্মদিন উপলক্ষে প্রতি বছর বিশিষ্ট ব্যক্তিদের এই সম্মামনা দেয়া হয়। গত ২৫ আগস্ট ছিল মাদার তেরেসার জন্মদিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদার তেরেসা আজীবন নিপীড়িত মানুষের সেবায় কাজ করে গেছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে শান্তির বাণী প্রচার করেছেন। বর্তমান সমাজে যে অস্থিরতা সেখানে মাদার তেরেসার জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেনÑ এ এইচ এম মাহবুবুল হাসান পিংকু, জাকির হোসেন, জাহাঙ্গীর আলম কবুল, শারমিন রশিদ চৌধুরী, এমদাদুল হক, ডা: জেসমিন বানু, জাহিদ আহসান, হুসনে আরা, জাহিদ আহসান, অধ্যাপক রেহানা পারভিন, রেবেকা সুলতানা রেখা, আশরাফ হোসেন, হানিফ মিয়া, আবুল কালাম আজাদ, সৈয়দ আসাদুজ্জামান, আনিসুল হক বাবুল, মাহবুব লাভলু, ইফতেখার রসুল, আবুল হোসেন খন্দকার, আরিফুল ইসলাম বাবুল, আজম হীরা, আবদুল করিম, শফিকুর রহমান বাদশা, বশির আহম্মেদ, আফজাল আবেদীন ও শ্রী গৌড় গোবিন্দ।
No comments:
Post a Comment