সংবিধানের ষোড়শ সংশোধনী পাসের আগে ১৪ দলের বৈঠক ডাকতে আওয়ামী লীগকে তাগিদ দিয়েছেন জোটের শরিকেরা। এর পাশাপাশি তারা সরকারের বিরুদ্ধে যারা বক্তব্য-বিবৃতি দিচ্ছেন তাদের মোকাবেলায় ঘরোয়াভাবে নয়, মাঠে নামার পরামর্শ দিয়েছেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকের কার্যালয়ে গতকাল রাশেদ খান মেননের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় ১১ দলের নেতৃবৃন্দ এসব কথা বলেন। তারা বলেন, যারা সংবিধানের ষোড়শ সংশোধনীর বিরো
ধিতা করছেন তারা আসলে সংসদ ও সরকারের বিরোধিতা করার জন্যই এই বিরোধিতা করছেন। সভায় আন্তর্জাতিক জঙ্গিবাদী সংগঠন আলকায়েদার সাম্প্রতিক হুমকিকে মোকাবেলার জন্য জনগণকে ঐক্যবদ্ধ ও সচেতন করার উদ্যোগের কথা বলা হয়। সভায় ১১ দলকে সঙ্ঘবদ্ধ রূপদান এবং মুক্তিযুদ্ধের পরে অসাম্প্রদায়িক-গণতান্ত্রিক অন্যান্য রাজনৈতিক শক্তিকে যুক্ত করে এর কলেবর বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি ২৩ দফার ভিত্তিতে ১৪ দলকে পরিচালনায় ১১ দলের জোরালো ভূমিকার বিষয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, ’৭২-এর সংবিধানের ভিত্তিতেই বিচারপতিদের অভিশংসনের ধারা সংবিধানের ষোড়শ সংশোধনীতে যুক্ত করার পে ১১ দল। তবে সংশোধনীতে বিচার বিভাগে নিয়োগ প্রশ্নে স্বচ্ছতার স্বার্থে নিয়োগ নীতিমালা যুক্ত করারও দাবি জানানো হয় সভায়। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, গণআজাদী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস কে শিকদার, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা: ওয়াজেদুল ইসলাম খান, ডা: অসিত বরণ রায়, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, কামরুল আহসান, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা: শহীদুল্লাহ শিকদার, ড. শাহাদাৎ হোসেন, শরাফত আলী হীরা, অ্যাডভোকেট জহুরুল হক প্রমুখ বৈঠকে বক্তব্য রাখেন।
No comments:
Post a Comment