Sunday, September 14, 2014

খানবাহাদুর আহ্ছানউল্লা স্বর্ণপদক পেলেন ড. ফরাসউদ্দিন:নয়াদিগন্ত

শিক্ষা ও সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে আনুষ্ঠানিকভাবে খানবাহাদুর আহ্ছানউল্লা স্বর্ণপদক ২০১৩ প্রদান করা হয়েছে। গতকাল রাজধানীর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার হস্তান্তর করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেন আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের হা
তে তুলে দেন। পুরস্কারের মধ্যে ছিল ক্রেস্ট, এক লাখ টাকার চেক, সার্টিফিকেট ও খানবাহাদুর আহ্ছানউল্লার বইপুস্তক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মোহাম্মদ আব্দুল মজিদ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মিজানুর রহমান। স্বর্ণপদকপ্রাপ্ত ব্যক্তিত্বের সংক্ষিপ্ত পরিচিতি ও সম্মাননা পাঠ করেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কাজী শরিফুল আলম। প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগের ফোকলোর বিভাগের গবেষক অধ্যাপক ড. সাইফুদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন মিশনের নির্বাহী পরিচালক ড. এম এহ্ছানুর রহমান। পদকপ্রাপ্তিতে তার অনুভূতি প্রকাশ করে ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ঢাকা আহ্ছানিয়া মিশন তাদের কর্মকাণ্ডের  মধ্য দিয়ে আহ্ছানউল্লার আদর্শ ও উদ্দেশ্য সফলভাবে প্রচার করে চলেছে। তিনি আহ্ছানউল্লার ওপর আরো বেশি করে প্রচারণা চালানোর পক্ষে মত দেন। উল্লেখ্য ঢাকা আহ্ছানিয়া মিশন উপমহাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, সুফি সাধক, তৎকালীন জনশিক্ষা বিভাগের সহকারী পরিচালক ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার নামে ১৯৮৬ সাল থেকে এ পুরস্কার প্রদান করে আসছে। জাতীয়পর্যায়ে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত ২২ জন বিশিষ্ট ব্যক্তিকে এই স্বর্ণপদক দেয়া হয়েছে। বিজ্ঞপ্তি।

No comments:

Post a Comment