মাধ্যমিক স্তরের শিক্ষকেরা আবারো চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছেন এবং এ দাবিতে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তারা সরকারকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। এ সময়ের মধ্যে দাবি মেনে না নিলে আগামী বছরের শুরুতেই আন্দোলনে নামার কর্মসূচি ঘোষণা করেছেন। আগামী ১৫ জানুয়ারি থেকে ফের রাজপথে দাবি আদায়ে নামবেন শিক্ষকেরা। প্রয়োজনে কঠোর কর্মসূচিও দেয়া হবে। বাংলাদেশ শিক সমিতির জাতীয় নির্বাহী কমিটির সভায় এ
ই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় চাকরির দাবি ছাড়াও সারা দেশে শিক্ষাব্যবস্থার সর্বশেষ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষক নেতারা বলেন, পাবলিক পরীায় ছাত্রছাত্রীদের খাতা সঠিকভাবে মূল্যায়নের সুযোগ না থাকায় শিাব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। শিাব্যবস্থাকে রা করার জন্য শিকদেরই ভূমিকা নিতে হবে। এ জন্য এখন থেকেই সোচ্চার হতে হবে। গতকাল বাংলাদেশ শিক সমিতির নবনির্বাচিত কমিটির প্রথম নির্বাহী কমিটির এ সভা এ কে স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি কাজী আবদুর রাজ্জাকের সভাপতিত্বে নতুন মহাসচিব অধ্য মো: সেলিম ভূঁইয়া, প্রিন্সিপাল রেজাউল করিম, আবদুর রব মিয়া, অজিত কুমার সরকার, শহীদুল ইসলাম, কাজী টিপু সুলতান, আছহাবুল গাজী, গোলাম মোস্তফা, ফাতেমা আক্তার হেনা, হামিদুল হক প্রমুখ বক্তৃতা করেন।
No comments:
Post a Comment