Tuesday, September 23, 2014

আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ:নয়াদিগন্ত

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন নিউ ইয়র্কে। তাকে স্বাগত জানাতে সকাল থেকেই জেএফকে বিমানবন্দরে ভিড় করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অন্য দিকে শেখ হাসিনার সফরের প্রতিবাদ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপিসহ বেশ কয়েকটি সংগঠন। ছয় দিনের সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা পর এমিরেটস এর একটি ফাইটে আসেন প
্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা জানান, দুবাইয়ে একজন যাত্রী অসুস্থ হয়ে পড়ায় তাকে ‘অফলোড’ করাতে গিয়ে এমিরেটসের ওই ফাইটটি রাত ২টা ৫০ মিনিটের পরিবর্তে ভোর ৪টা ৩০ মিনিটে নিউ ইয়র্কের উদ্দেশে দুবাই ছাড়ে। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসঙ্ঘ নিরাপত্তাকর্মী পরিবেষ্টিত হয়ে ভিন্নপথে বিমানবন্দর এলাকা ছেড়ে যান। অন্য দিকে সকাল সাড়ে ৭টা থেকেই আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীরা সমবেত হতে থাকেন জেএফকে ৪ নম্বর টার্মিনালের সামনে। তবে কড়া পুলিশি প্রহরায় কিছুটা দূরত্বে থেকেই দুই রাজনৈতিক দলের নেতাকর্মীরা অবস্থান নেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্লোগান দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহসভাপতি ফজলুর রহমান, লুৎফুল করিম, আওয়ামী লীগ উপদেষ্টা মোহাম্মদ শফিকুল ইসলাম রহিম, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, সহপ্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ সভাপতি জেড এ জয়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া প্রমুখ। তারা জানান, জাতিসঙ্ঘে সদস্য হওয়ার ৪০ বছর পূর্ণ করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ২৭ সেপ্টেম্বর গণসংবর্ধনা দেয়া হবে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বনেত্রী হিসেবে ঘোষণা দেয়া হবে। ওদিকে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনের প্রতিবাদ জানিয়েছেন। তারা শেখ হাসিনাকে খুনি, গুমকারী আখ্যা দিয়ে বলেছেন, জনগণের অংশগ্রহণবিহীন ৫ জানুয়ারির অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। যেখানেই হাসিনা সেখানেই তাকে প্রতিরোধ করতে হবে। জাতিফঙ্ঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীকে বক্তব্য রাখার সুযোগ না দিতে তারা জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুনের প্রতি আহ্বান জানান। বিােভের নেতৃত্ব¡ দেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আবদুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, শরাফাত হোসেন বাবু, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, আবদুল বাতিন, আতাউর রহমান আতা, ড. আবদুর রহমান, আবু তাহের, আনোয়ারুল ইসলাম, আবু সাইদ প্রমুখ।

No comments:

Post a Comment