রাজধানীসহ দেশের সাতটি সিটি করপোরেশন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ করবে দেশের অন্যতম ফুড প্রসেসিং কোম্পানি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। সিটি করপোরেশনগুলো হলো ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, রংপুর ও কুমিল্লা। সিটি করপোরেশনের সাথে যৌথভাবে তারা এ কাজ করবে। এ লক্ষ্যে গতকাল ঢাকার দুই সিটি করপোরেশনে ‘কেমন সিটি ফ্রেশনেস’ শিরোনামে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। সকালে
উত্তর সিটি করপোরেশন কার্যালয়ে অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক ফারুক জলিল উপস্থিত ছিলেন। এ ছাড়া আকিজ ফুড অ্যান্ড বেভারেজের পক্ষে ছিলেন নির্বাহী পরিচালক আলতাফ হোসেন। দক্ষিণ সিটি করপোরেশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক ইবরাহিম হোসেন খান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আনছার আলী খান। আলতাফ হোসেন জানান, আকিজ গ্রুপ চতুর্থ বারের মতো সিটি করপোরেশন এলাকায় কোরবানির বর্জ্য অপসারণের জন্য কাজ করবে। এ ছাড়া জনগণকে সচেতন করতে রেডিও-টিভিতে বিজ্ঞাপন, পোস্টার, ব্যানার, লিফলেট বিলি করাসহ নেয়া হবে নানা উদ্যোগ।
No comments:
Post a Comment