প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব প্রকার সন্ত্রাস, সহিংসতা ও চরমপন্থার ব্যাপারে তার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির প্রতি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, এ ধরনের সমস্যা বিশ্বশান্তি ও প্রবৃদ্ধির পথে প্রধান অন্তরায়। বিশ্বের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও সহিংসতা ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাষায় বলেন, তার সরকার সব প্রকার সন্ত্রাস ও সহিংসতার নিন্দা করে আসছে। প্রধানমন্ত্রী গতকাল ইতালির মিলানো
কংগ্রেসিতে দশম আসেম শীর্ষ সম্মেলনের সমাপনী দিনে এশিয়া ও ইউরোপের মধ্যকার সংলাপ ও সহযোগিতাভিত্তিক এবং আসেমের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ শীর্ষক ‘রিট্রিট সেশনে’ ভাষণদানকালে এ কথা বলেন। শেখ হাসিনা তার ভাষণে গত বছর বাংলাদেশের অগ্রগতি ও ধর্মনিরপেক্ষ নীতি ধ্বংস করতে সন্ত্রাসী ও চরমপন্থী গ্রুপগুলোর বর্বর কর্মকাণ্ড তুলে ধরেন। প্রধানমন্ত্রী কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো ব্যক্তি বা গ্রুপকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে না দেয়ায় তার সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। বৈশ্বিক প্রেক্ষাপটে তিনি সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি কৌশল প্রণয়ন করতে জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানান। সম্প্রতি গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নৃশংসতার উল্লেখ করে প্রধানমন্ত্রী আবারো এ গণহত্যার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের হত্যাকাণ্ড কিছুতেই গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনা কম কার্বন নির্গমন ও জলবায়ুর সহনশীলতা উন্নয়নের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সম্মুখীন দেশগুলোর পক্ষ থেকে ব্যাপক হারে কার্বন নির্গমনকারী দেশগুলোর প্রতি তাদের স্বতঃস্ফূর্ত অঙ্গীকার পূরণের আহ্বান জানান। শেখ হাসিনা অঙ্গীকার পূরণে উন্নত বিশ্বের প্রতিশ্রুতি ও উদ্যোগের মধ্যে বিশাল ব্যবধানে ঢাকার উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশে আরো উন্নয়ন প্রকল্পে অংশ নেবে নেদারল্যান্ডস বাংলাদেশের সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দরে বিনিয়োগসহ আরো উন্নয়ন প্রকল্পে অংশ নেয়ার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস। গতকাল ঢাকায় পাওয়া এক বার্তায় জানানো হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইতালির ‘মিলানো কংগ্রেসি’তে আসেম সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠককালে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রাট এ আশ্বাস দেন। বৈঠক শেষে পররাষ্ট্রসচিব এম শহিদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব বিজন লাল দেব এ সময় উপস্থিত ছিলেন। হাসিনা-পুতিন বৈঠক অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মিলানের সাল দেলে কেরিয়াতিডি প্রাসাদে ইতালির প্রেসিডেন্ট জর্জিও নেপলিতানোর দেয়া জমকালো নৈশভোজের সময় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতা ইউরেশিয়া (এসেম) বৈঠকে যোগদানকারী দেশগুলোর বিশ্বের এই দু’টি অঞ্চলের উন্নয়নে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বলে গতকাল ঢাকায় প্রাপ্ত এক খবরে বলা হয়। এ সময় প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানার ছোট কন্যা রূপন্তি উপস্থিত ছিলেন। সাবের হোসেনকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বিভিন্ন দেশের আইনসভার আন্তর্জাতিক সংগঠন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) আগামী তিন বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দনবার্তায় শেখ হাসিনা বলেন, আইপিইউতে সাবের হোসেন চৌধুরীর এই বিজয় বিশ্বব্যাপী নেতৃত্বদানে বাংলাদেশের সফলতার ক্ষেত্রে আরো একটি দৃষ্টান্ত স্থাপিত হলো।
No comments:
Post a Comment