ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ বাতিল করে দেয়ায় প্রতিবাদে বিক্ষোভ করেছে ভর্তি ইচ্ছুকরা। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশের একপর্যায়ে শাহবাগ মোড় অবরোধেরও চেষ্টা করেন শিক্ষার্থীরা। তবে পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। আগামীকাল আবারো একই স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে শিক্ষার্থীরা জানান। তবে এ ধরনের দাবি মানা সম্ভব নয় বল
ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি নয়া দিগন্তকে বলেন, এ ধরনের আন্দোলন তারা করবে এবং সে অধিকার তাদের আছে। তবে সামগ্রিক স্বার্থে এ সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না। দ্বিতীয়বার ভর্তি ইচ্ছুকদের কারণে প্রথমবারের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। আন্দোলনে ভর্তি ইচ্ছুক তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সকাল ১০টার দিকে শুরু হওয়া কর্মসূচি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। শিক্ষার্থীদের সাথে তাদের বেশ কিছু অভিভাবকও অংশ নেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ব্যানার ও ফেস্টুন বহন করেন। ভর্তি ইচ্ছুক ছাত্রের অভিভাবক শেখ নুরুল বলেন, সিদ্ধান্তটি অবশ্যই যৌক্তিক। তবে এটি অনেক আগে দেয়া উচিত ছিল। এমন সময়ে এ সিদ্ধান্ত নিয়ে এবারের ভর্তি ইচ্ছুকদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়া হয়েছে। একজন ছাত্রীর মা নাজমা আক্তার বলেন, আগে থেকে জানিয়ে দিলে ছেলেমেয়েরা সেভাবে প্রস্তুতি নিতে পারত। এটি এবারের শিক্ষার্থীদের জন্য খুবই অন্যায় সিদ্ধান্ত হয়েছে। আরো একবার শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে হবে। ভর্তি ইচ্ছুক মারজুবা তাবাসসুম বলেন, আরো অন্তত একবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় আমাদের সুযোগ দেয়া উচিত। কারণ অন্যান্যবারের তুলনায় এবার অনেক কম সময় পেয়েছি। এটি অন্যায় সিদ্ধান্ত হয়েছে। আলামীন মামুন বলেন, তিনজনের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হচ্ছে। তাদের মধ্যে দ্বন্দ্বের কারণে আমাদের মতো সাধারণ শিক্ষার্থীরা কেন ক্ষতিগ্রস্ত হবে। তিনিও আরো অন্তত একবার সুযোগ দেয়ার দাবি জানান।
No comments:
Post a Comment