Sunday, October 19, 2014

রিয়াল মাদ্রিদের গোল-উৎসব:নয়াদিগন্ত

আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরেই গোল-উৎসব করল রিয়াল মাদ্রিদ। দলটি লা লিগার ম্যাচে প্রতিপক্ষকে নিয়ে মেতে উঠল ছেলেখেলায়।  গতকাল স্বাগতিক লেভ্যান্তেকে ৫-০ গোলে উড়িয়ে রিয়াল মাদ্রিদ চাপ বাড়াল শিরোপা প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদের ওপর। কাব ফুটবলে প্রত্যার্বতনেও ক্রিশ্চিয়ানো রোনালদো ঝলক দেখান। লেভ্যান্তের বিপক্ষে জোড়া গোল করেন পর্তুগালের অধিনায়ক। এর আগের ম্যাচে তিনি ইউরো বা
ছাইয়ে পর্তুগালকে জেতান ৯৪ মিনিটের অসাধারণ গোলে। ফর্মে থাকা রোনালদোর ঝাঁঝ ভালোই টের পেল লেভ্যান্তে। ১৩ মিনিটে তার গোলেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।  বিরতির ৭ মিনিট আগে ব্যবধান দিগুণ করেন মেক্সিকান স্ট্রাইকার হ্যাভিয়ের হার্নান্দেজ। রিয়ালের অবশিষ্ট তিন গোল এলো দ্বিতীয়ার্ধে। ৬১ মিনিটে রোনালদো নিজের দ্বিতীয় গোল করেন। এ নিয়ে লা লিগার সাত ম্যাচে তার গোল সংখ্যা দাঁড়াল ১৪-তে। লিগের গোলদাতা শীর্ষে এখন তিনিই অবস্থান করছেন।  রোনালদোর দ্বিতীয় গোলের ৫ মিনিট পর চতুর্থ গোলের দেখা পেল রিয়াল মাদ্রিদ। গোল করেন ব্রাজিল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা কলম্বিয়ান প্লে-মেকার জেমস রদ্রিগেজ। নির্ধারিত সময় শেষের ৮ মিনিট আগে বদলি ফুটবলার ইসকোর গোলে রিয়াল মাদ্রিদের বড় জয় নিশ্চিত হয়। লেভ্যান্তেকে উড়িয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানেও উঠে এলো মাদ্রিদের জায়ান্টরা। আট ম্যাচে দলটির সংগ্রহ ১৮ পয়েন্ট। গোল ডট কম।

No comments:

Post a Comment