Thursday, November 6, 2014

আগামী তিন বছরে ৩০ লাখ পরিবার সৌরবিদ্যুৎ পাবে:কালের কন্ঠ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০২১ সালের মধ্যে ১০ শতাংশ সৌরবিদ্যুৎসহ ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অংশ
হিসেবে আগামী তিন বছরের মধ্যে গ্রামের আরো ৩০ লাখ পরিবারকে সোলার হোম সিস্টেমের (এসএইচএস) আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত ও উপকূল এলাকায় সোলার বিদ্যুতের জন্য পদক্ষেপ নিয়েছে। মূল বিদ্যুৎ গ্রিড থেকে যেসব এলাকা সরাসরি সংযোগ দেয়, সেখানে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। পাশাপাশি এসব এলাকায় বায়োগ্যাস উৎপাদনেরও পদক্ষেপ নেওয়া হয়েছে। শেখ হাসিনা গতকাল বুধবার সোনারগাঁও হোটেলে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কম্পানি লিমিটেড (ইডকল) কর্তৃক দেশে ৩০ লাখ সোলার হোম সিস্টেমের স্থাপন উদ্‌যাপন অনুষ্ঠানে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একে অন্যের সহযোগিতা ছাড়া কোনো দেশ এককভাবে তাদের জ্বালানির চাহিদা মেটাতে পারবে না। এ জন্য বিদ্যুৎ খাতে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যাপক আলোচনা চলছে। শেখ হাসিনা বলেন, গ্রামের মানুষের কাছে এখন বিদ্যুৎ মৌলিক প্রয়োজনে পরিণত হয়েছে। ২০০৯ সাল থেকে সরকারের অব্যাহত প্রচেষ্টায় বিদ্যুৎ সংযোগের পরিধি বহুলাংশে বেড়েছে। তিনি বলেন, এখনো দেশের ৩৮ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার বাইরে রয়েছে। এ প্রসঙ্গে তিনি প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কথা উল্লেখ করে বলেন, দেশের বিদ্যমান ডিজেল চালিত পাম্প ও মিনি গ্রিড পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প ও মিনি গ্রিড প্রকল্পের মাধ্যমে প্রতিস্থাপন করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস সি এম ঝাট অনুষ্ঠানে বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন ইআরডি সচিব ও ইডকলের চেয়ারম্যান মোহাম্মাদ মেজবাহ উদ্দিন। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বায়োগ্যাস উৎপাদন, সোলার বিদ্যুৎ চালিত সেচ পাম্প এবং আইডিসিওএলের মাধ্যমে মিনি গ্রিড সিস্টেম চালু করার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচির উন্নয়নে সহায়তা দেওয়ার জন্য উন্নয়ন অংশীদারদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। পরে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাদারীপুর জেলার শিবচর উপজেলার চর জানাজাতের ইডকল সৌরবিদ্যুতের সুবিধাভোগী, স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। বাসস এ খবর দিয়েছে। এদিকে শিবচর (মাদারীপুর) প্রতিনিধি জানান, ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নুর ই আলম চৌধুরী, জেলা প্রশাসক জি এস এম জাফরুল্লাহ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরী, পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, পৌর মেয়র আ. লতিফ মোল্লা, ভাইস চেয়ারম্যান দেলোয়ার বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন খান, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন খান প্রমুখ।

No comments:

Post a Comment