Friday, December 12, 2014

রাজধানীসহ সারা দেশে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ:নয়াদিগন্ত

দলের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার প্রথম শাহাদতবার্ষিকী উপলে গতকাল রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীতে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভকালে নয়াবাজারে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে জামায়াত-শিবির কর্মীরা। মিছিল শেষে সমাবেশকালে পুলিশ হামলা চালায়। এ সময় সাত নেতাকর্মী আহত হয়। পুলিশ সেখান থেকে তিনজনকে গ্রেফতার করে।  যাত্রাবাড়ী-লালবাগ জোন : য
াত্রাবাড়ী ও লালবাগ জোনের উদ্যোগে নগরীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি গুলিস্তান ফুলবাড়িয়া থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নয়াবাজারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির।  কুড়িল বিশ্বরোড : যমুনা ফিউচার পার্কের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নর্দ্দা বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মু. রেজাউল করিম, ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য অধ্যাপক আ জ ম কামাল উদ্দীন, সালাহউদ্দীন, ছাত্রনেতা আনিসুর রহমান বিশ্বাস, তারেকুল ইসলাম প্রমুখ। সেলিম উদ্দিন বলেন, সরকার জামায়াতকে নেতৃত্বশূন্য করতেই শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে ইতিহাসের জঘন্যতম প্রহসনে লিপ্ত হয়েছে। সময়ের ব্যবধানে সরকারকে এ জন্য জনতার আদালতে দাঁড়াতে হবে। মিরপুর : বিক্ষোভ মিছিলটি মিরপুর-১১ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর-১০ এ গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মোবারক হোসাইন, ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য লস্কর মোহাম্মদ তসলিম ও মাওলানা দেলাওয়ার হোসাইন, ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য মাহফুজুর রহমান প্রমুখ।  পল্টন-মতিঝিল ও খিলগাঁও জোন : পল্টন-মতিঝিল ও খিলগাঁও জোনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কবির আহমদ, ঢাকা মহানগীর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দীন, অধ্যাপক মোকাররাম হোসাইন খান প্রমুখ।  চট্টগ্রাম ব্যুরো জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট সাংবাদিক, লেখক ও ইসলামি চিন্তাবিদ শহীদ আবদুল কাদের মোল্লাকে আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে হত্যা করেছে। তাই ২০১৩ সালের ১২ ডিসেম্বর নিরীহ, নিরাপরাধ এই জামায়াত নেতাকে হত্যার দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি কালো দিন। এই দিনেই আওয়ামী লীগ বিশ্ব জনমতকে উপো করে ফাঁসিতে ঝুলিয়ে তাকে হত্যা করে। বেশি দিন নয়, মাত্র এক বছর পরে মামলার রায়ে প্রমাণিত হয়েছেÑ এই হত্যাকাণ্ড ছিল একটি রাষ্ট্রীয় হত্যাকাণ্ড। জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে হত্যা করে আওয়ামী লীগ মানবাধিকারকে ধ্বংস করেছে।  জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচি উপলে চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।  জামায়াতে ইসলামী বন্দর থানার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বন্দর থানা আমির মাহমুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত নেতা আহসান উল্লাহ, রাশেদুল আলম চৌধুরী, কামাল উদ্দীন, মুহাম্মদ হারুন, এম এ হোসেন প্রমুখ। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল ইপিজেড মোড় হয়ে বিভিন্ন সড়ক প্রদণি করে। সিলেট ব্যুরো জানায়, সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, মিথ্যা তথ্য ও ভুয়া সাক্ষীর ওপর ভিত্তি করে ইসলামি চিন্তাবিদ বুদ্ধিজীবী আবদুল কাদের মোল্লাকে বিচারবিভাগীয় হত্যা প্রক্রিয়ার সাথে জড়িতদের জাতি কোনো দিন ক্ষমা করবে না। আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে জামায়াতকে নেতৃত্বশূন্য করতেই জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে কসাই কাদের বানিয়ে শহীদ করা হয়েছে। দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা অজর্নকারী এমন একজন মেধাবী ছাত্র ও বুদ্ধিজীবী কখনো কসাই কাদের হতে পারে না। সরকার কর্তৃক এমন বিচারবিভাগীয় হত্যার ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। শহীদ কাদের মোল্লার রক্তের সিঁড়ি বেয়ে এ দেশে ইসলামি সমাজ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। গতকাল জামায়াত কেন্দ্রঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে শহীদ আবদুল কাদের মোল্লার প্রথম শাহাদতবার্ষিকীতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মুনিম, চৌধুরী আব্দুল বাছিত নাহির, রফিকুল ইসলাম মজুমদার, ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি মু. আব্দুর রাজ্জাক ও সেক্রেটারি মাসুক আহমদ প্রমুখ।  গাজীপুর সংবাদদাতা জানান, গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে কেন্দ্রঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর জামায়াত সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান এতে নেতৃত্ব দেন। বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি বলেন প্রহসনের বিচারের নামে এই হত্যাকাণ্ড বিচার বিভাগকে কলঙ্কিত করেছে, সরকার সম্পূর্ণ অন্যায়ভাবে ট্রাইব্যুনালকে ব্যবহার করে আবদুল কাদের মোল্লাকে হত্যা করেছে। মিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি হোসেন আলী, গাজীপুর মহানগর শিবির সভাপতি ফুয়াদ হাসান পল্লব, জয়দেবপুর থানা উত্তর আমির ছাদেকুজ্জামান খান, আগাছা আমির মোতালিব হোসেন, বাসন আমির ডা: রফিকুল আলম, কোনাবাড়ি আমির আবুল বাশার, জয়দেবপুর থানা সেক্রেটারি আশরাফ আলী কাজল, মহানগর শিবিরের সাংগঠনিক সম্পাদক আহমদ ইমতিয়াজ, শিবির নেতা আরিফ রব্বানী, জহির উদ্দিন, আশরাফ, শহিদুল প্রমুখ। বগুড়া অফিস জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বগুড়ায় বিক্ষোভ করেছে জামায়াত। শহরের নারুলী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর জামায়াত। মিছিলটি কৃষি ফার্মের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংপ্তি সমাবেশে জামায়াত নেতা আব্দুল হাকিম, নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। ফরিদপুর অফিস জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল ফরিদপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখা। গতকাল সকালে শহরের হাজী শরিয়তুল্লাহ বাজারসংলগ্ন আলিমুজ্জমান বেইলি ব্রিজের কাছে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর ভাঙ্গা রাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের পৌর নেতা ইমতিয়াজ উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ফরিদপুর শহর শাখার সভাপতি এহসানুল মাহবুব রুবেল, জামায়াত নেতা শামীম প্রমুখ। এ দিকে শহিদ আবদুল কাদের মোল্লার শাহাদতবার্ষিকী উপলে আজ শুক্রবার সদরপুরের আমিরাবাদ গ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। টাঙ্গাইল সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বিকেলে টাঙ্গাইল শহর শাখা আয়োজিত মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদণি করে হীরা সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংপ্তি সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের জেলা সেক্রেটারি আহসান হাবীব মাসুদ ও সদর উপজেলা পশ্চিম শাখার আমির আলমগীর হোসেন। পৌর আমির অধ্যাপক মিজানুর রহমানসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।  দিনাজপুর সংবাদদাতা জানান, গতকাল দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সকালে শহরের গনেশতলা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাহাদুর বাজার-স্টেশন রোড গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমির মো: তৌহিদুল ইসলাম, মোল্লা মো: তোয়াব আলী, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও শহর শিবিরের সভাপতি মতিউর রহমান প্রমুখ।  পাবনা সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল পাবনা জেলা জামায়াত শহরে এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াতের সদর উপজেলা সেক্রেটারি ইবরাহীম খলিল আইনুল, পৌর সেক্রেটারি ইকরামুল হকসহ বিভিন্ন শ্রেণীর জামায়াত ও শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  কক্সবাজার সংবাদদাতা জানান, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের সেক্রেটারি আলহাজ সাইদুল আলম, সহকারী সেক্রেটারি আবদুল্লাহ আল ফারুক, শিবির নেতা মোহাম্মদ জাহাঙ্গীর, শহর জামায়াত সাংগঠনিক সেক্রেটারি ফজলুল কাদের, আখতার হোসাইন, জিয়াউল হাসান, মোহাম্মদ আমিন ও শ্রমিক নেতা বাহাদুর। ফেনী অফিস জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। মিছিলটি ট্রাংক রোডের খেজুর চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদণি শেষে ইসলামপুর রোডে গিয়ে শেষ হয়। শহর আমির মুফতি মাওলানা আবদুল হান্নান মিছিলে নেতৃত্ব দেন।

No comments:

Post a Comment