একজন বাসিন্দাকে জিম্মি করে। পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত বন্দুকধারীদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে পারেনি কর্তৃপক্ষ। ঘেন্টের সরকারি প্রসিকিউটরদের একজন মুখপাত্র বলেন, ‘আমরা এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত পায়নি, যাতে করে এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র আছে বলে মনে করা যায়। কর্তৃপক্ষ এখনো জিম্মিকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।’ তবে ঘটনাস্থলে থাকা সাংবাদিকেরা পরে জানান, চার বন্দুকধারীর মধ্যে তিনজন কোনো প্রকার সংঘর্ষ ছাড়াই আত্মসমর্পণ করেছে। তবে তখনো জিম্মি অবস্থা বিরাজ করছিল কি না, তা পরিষ্কার হওয়া যায়নি।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Tuesday, December 16, 2014
বেলজিয়ামেও জিম্মির ঘটনা:প্রথম অালো
একজন বাসিন্দাকে জিম্মি করে। পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত বন্দুকধারীদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে পারেনি কর্তৃপক্ষ। ঘেন্টের সরকারি প্রসিকিউটরদের একজন মুখপাত্র বলেন, ‘আমরা এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত পায়নি, যাতে করে এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র আছে বলে মনে করা যায়। কর্তৃপক্ষ এখনো জিম্মিকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।’ তবে ঘটনাস্থলে থাকা সাংবাদিকেরা পরে জানান, চার বন্দুকধারীর মধ্যে তিনজন কোনো প্রকার সংঘর্ষ ছাড়াই আত্মসমর্পণ করেছে। তবে তখনো জিম্মি অবস্থা বিরাজ করছিল কি না, তা পরিষ্কার হওয়া যায়নি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment