অনুমতি না পেলেও বিএনপি ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করবে বলে জানিয়েছেন দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এক ব্যক্তির স্বার্থ চরিতার্থ করতে ৫ জানুয়ারি তামাশার নির্বাচন করে গণতন্ত্রকে কবর দিয়েছে সরকার। এখন তারা বলছে, ৫ জানুয়ারি ওই তামাশার নির্বাচনের বর্ষপূর্তি উদযাপন করবে। গতকাল সন্ধ্যায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠ
ানে এ কথা বলেন তিনি। নতুন বার্তা। রিজভী বলেন, ‘আমরা গণতন্ত্র হত্যার ওই দিন ঢাকায় জনসভার অনুমতি চেয়ে পুলিশের কাছে ইতোমধ্যে আবেদন করেছি। আমাদের নেতারা মহানগর পুলিশ দফতরে গিয়েছিলেন। পুলিশ বলেছে, জনসভার অনুমতি দেবে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ৫ জানুয়ারি আমাদের কর্মসূচি করতেই হবে। এই ল্য নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’ রিজভী আহমেদ অভিযোগ করেন, ‘সরকার আরব্য উপন্যাসের দৈত্যের মতো জনগণের ওপর চেপে বসেছে। গণতন্ত্রকে তারা হত্যা করেছে। ৫ জানুয়ারি গুম-খুনের সিরিয়ালের নায়ক এই অবৈধ সরকার। এখন তারা গণতন্ত্রের কথা যাতে আমরা না বলতে পারি, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দিয়েছে।’ ছাত্রদলের নেতাকর্মীদের পূর্বসূরিদের পথ ধরে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য আত্মোৎসর্গের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান তিনি। এরপর রিজভী ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুনুর রশীদ মামুনসহ ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশের অনুমতি এখনো মেলেনি নিজস্ব প্রতিবেদক জানান, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে রাজধানীতে সমাবেশ করার অনুমতি এখনো পায়নি বিএনপি। গতকাল বিকেলে সমাবেশের অনুমতির বিষয়ে জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে যায় বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। কিন্তু সেখানে পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে তারা পাননি। তবে সেখানে দায়িত্ব পালনরত একজন পুলিশ কর্মকর্তা বিএনপির প্রতিনিধিদলকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেছেন। প্রতিনিধিদলে ছিলেন ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টু, বিএনপির প্রচার সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবদিন ফারুক ও সহদফতর সম্পাদক আবদুল লতিফ জনি। আবদুল লতিফ জনি নয়া দিগন্তকে জানান, ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করার কথা জানিয়ে গত ২২ ডিসেম্বর আমরা ডিএমপিতে আবেদন করেছিলাম। আবেদনে সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান, মতিঝিলের শাপলা চত্বর ও নয়াপল্টনের দলীয় কার্যালয় এই তিনটির যেকোনো একটিতে অনুমতি চাওয়া হয়েছে। অনুমতির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত জানার জন্যই তারা গতকাল ডিএমপিতে যান। কিন্তু ডিএমপিতে সেই সময় পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। গত বুধবার সন্ধ্যায় গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৫ জানুয়ারি একতরফা ও ভোটারবিহীন নির্বাচনের দিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যা দিয়েছেন। সেই দিন ঢাকায় বড় ধরনের সমাবেশের পাশাপাশি সারা দেশে কালো পতাকা মিছিল ও সমাবেশ পালনের কথা বলেছেন খালেদা জিয়া।
No comments:
Post a Comment