চাঁপাইনবাগঞ্জের কানসাটে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা মতিউর রহমান নিহত হওয়ার প্রতিবাদে কাল রোববার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের আট জেলায় ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। এ ছাড়া কুমিল্লা ও যশোরের বাঘারপাড়ায় কাল সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। রাজশাহী ব্যুরো জানায়, আগামীকাল রোববার থেকে রাজশাহী বিভাগের আট জেলায় ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুন অর
রশিদ ও রাজশাহী সিটি মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল গত রাত সাড়ে ৮টায় নয়া দিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন। মোসাদ্দেক হোসেন বুলবুল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে র্যাবের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা মতিউর রহমান (৩০) নিহত হওয়ার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে রাজশাহী বিভাগের আট জেলার ৩৬ ঘণ্টার হরতালের ডাক দেয়া হয়েছে। তিনি জানান, বিএনপির রাজশাহী মহানগরীসহ বিভাগের সব জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এ হরতালের ঘোষণা দেয়া হয়েছে। মোসাদ্দেক হোসেন বুলবুল দাবি করেন, কথিত বন্দুকযুদ্ধের নামে ছাত্রদল নেতা মতিউর রহমানকে হত্যা করা হয়েছে। কুমিল্লা সংবাদদাতা জানান, এ দিকে কুমিল্লায় হরতাল চলাকালে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা এবং পুলিশ-সাংবাদিকের ওপর হামলা ও এই ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। শুক্রবার রাত সোয়া ১২টায় কুমিল্লা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আদিল মাহমুদ বাদি হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করেন। নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। শুক্রবার বিকেলে কুমিল্লা শহরের ভিক্টোরিয়া কলেজ রোডের বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ হরতালের ঘোষণা দেয়া হয়। এ সময় পুলিশ প্রশাসনের উদ্দেশে বিএনপি নেতা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার এবং যারা হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মী, পুলিশ, সাংবাদিককে আহত করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। যশোর অফিস জানায়, যশোরের বাঘারপাড়া উপজেলায় আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় যুবদল ও ছাত্রদল। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাঘারপাড়া উপজেলা কমিটির সভাপতি প্রকৌশলী টি এস আইয়ুব ও উপজেলা চেয়ারম্যান মশিয়ার রহমানের মুক্তি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামসহ নেতাকর্মীদের নামে দায়ের করা ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল বাঘারপাড়া উপজেলা কমিটির সভাপতি মো: আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো: মাসুদ আলম টিপু এবং ছাত্রদল সভাপতি মো: নাজমুল আল মামুন স্বারিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে যুব ও ছাত্রনেতারা হরতাল পালনে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে এলাকায় হরতালের পে ব্যাপক প্রচারণাও চালানো হচ্ছে।
No comments:
Post a Comment