Thursday, January 8, 2015

ছয় সপ্তাহের মধ্যে পে-কমিশন সুপারিশের ওপর মতামত দেবে সচিব কমিটি:নয়াদিগন্ত

আগামী ছয় সপ্তাহের মধ্যে পে-কমিশনের সুপারিশের ওপর মতামত দেবে সচিব কমিটি। এ সময়ের মধ্যে পে-কমিশনের রিপোর্টের বিভিন্ন সুপারিশ পর্যালোচনা করা হবে এবং এই পর্যালোচনার ওপর সচিব কমিটির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঞার সভাপতিত্বে এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।   সূত্র জানায়, বৈঠকে বেতন ও চাকরি কমি
শন ২০১৩ (পে-কমিশন) রিপোর্টের সুপারিশ নিয়ে প্রাথমিক আলোচনা করা হয়। এখানে কী ধরনের প্রস্তাব দেয়া হয়েছে তার একটি ক্রমতালিকা তৈরি করা হয়। এর কয়েকটির ওপর আলোচনাও করা হয়েছে।   কমিটির সদস্য হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অর্থসচিব, গণপূর্তসচিব, প্রতিরক্ষাসচিব ও জনপ্রশাসনসচিব উপস্থিত ছিলেন।   বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত পে-কমিশনের প্রতিবেদন গত মাসের ২১ তারিখে অর্থমন্ত্রীর কাছে পেশ করা হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন শতকরা শতভাগ বৃদ্ধির সুপারিশ করা হয়। এতে সরকারি কর্মকর্তাদের সর্Ÿোচ্চ বেতন ৮০ হাজার টাকা, সর্বনি¤œ বেতন আট হাজার ২০০ টাকা করার সুপারিশ করে। সরকারি বেতন গ্রেডের সংখ্যা বিদ্যমান ২০ থেকে ১৬তে নামিয়ে আনারও সুপারিশ করা হয়।

No comments:

Post a Comment