২০ দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে সংঘর্ষ, গুলি ও পিকেটারদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সারা দেশে ৩ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন। নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষের সময় পুলিশের গুলিতে ব্যবসায়ী রুবেল ও শিবিরকর্মী মহসীন নিহত হয়েছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকেটারদের নিক্ষেপ করা ইটের টুকরার আঘাতে একজন সিএনজি অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। রাজধানীসহ সারা দেশে অবরোধকারীরা ২৩
টি গাড়িতে আগুন এবং শতাধিক ভাংচুর করেছে। কিশোরগঞ্জে ট্রেনের বগিতে আগুন দেয় পিকেটাররা। দেশের বিভিন্ন স্থানে সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মীকে আটক করেছে। আজ সিলেট, যশোর ও নোয়াখালীতে সকাল-সন্ধ্যা এবং বরিশাল ও মানিকগঞ্জে আধাবেলা হরতালের ডাক দিয়েছে বিএনপি-জামায়াত। যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর- বেগমগঞ্জ (নোয়াখালী) : বিকালে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে চৌমুহনীতে মিছিল বের করে। অবরোধকারীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটে যায়। পরে শত শত নেতাকর্মী চৌমুহনী শহরে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে। তারা মাইটিভির নোয়াখালী প্রতিনিধি গিয়াস উদ্দিন মিঠু ও পুলিশের ২টিসহ মোট ৬টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছুড়লে ব্যবসায়ী রুবেল ও শিবিরকর্মী মহসীন গুরুতর আহত হন। উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এ সময় অবরোধকারীরা ডালিয়া সুপার মার্কেট, হাজী মার্কেট, হোসেন মার্কেটসহ ৪-৫টি মার্কেট ভাংচুর করে। এ সময় পুলিশ গুলি করলে ৮ অবরোধকারী গুলিবিদ্ধসহ অর্ধশত আহত হন। গুলিবিদ্ধদের মধ্যে জাহাঙ্গীর আলম, পলাশ, জহির ও সবুজের নাম জানা গেছে। তাদের অবস্থা আশংকাজনক। আজ নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি-জামায়াত। উল্লাপাড়া : বুধবার সকালে উল্লাপাড়া বাইপাস সড়কের বাখুয়ায় পিকেটারদের কবলে পড়ে একটি সিএনজি অটোরিকশা। পিকেটাররা সিএনজি লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপ করলে ইসমাইল হোসেন নামে এক যাত্রী মারাত্মক আহত হন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি পাশের একটি গর্তে পড়ে যায়। মারাত্মক আহত অবস্থায় ইসমাইলকে বগুড়ায় নেয়ার পথে তার মৃত্যু হয়। ইসমাইল শাহজাদপুর উপজেলার জুংলীদহ গ্রামের বাসিন্দা। গাইবান্ধা : বুধবার গাইবান্ধায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক অফিস সংলগ্ন মহেশপুর ও জুনদহ এলাকায় ভোরে জামায়াত-শিবিরের ক্যাডাররা অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন বলে পলাশবাড়ী মোটর মালিক সমিতির সেক্রেটারি জাহাঙ্গীর আলম বাবু জানান। এদিকে সকালে শহরে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সেসব খুলতে থাকে। ব্যাংক-বীমা, অফিস-আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল খুবই কম। কিশোরগঞ্জ : মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ স্টেশনে ঈশা খাঁ এক্সপ্রেস ট্রেনের বগিতে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হলেও ট্রেনের ৫টি সিট পুড়ে যায়। এছাড়া বগির আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাপারে সহকারী স্টেশন মাস্টার আবদুস সালাম বাদী হয়ে ১৩-১৪ জনকে আসামি করে কিশোরগঞ্জ জিআরপি থানায় মামলা করেছেন। বগুড়া/শেরপুর : মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরতলির গোকুল এলাকায় বিকল হয়ে যাওয়া কাঠবোঝাই একটি ট্রাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় অবরোধকারীরা। একই সময় বারপুরে অপর একটি কাঠবোঝাই ট্রাকে আগুন দেয় তারা। রাত সাড়ে ১১টার দিকে মহাস্থানের নাগরকান্দি হাতিবান্ধা এলাকায় বিশ্ব ইজতেমাগামী একটি কোচে ইটপাটকেল নিক্ষেপ করলে চালকসহ অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। এছাড়া শহরতলির বারপুর, নওদাপাড়া ও মহাস্থানে উত্তরবঙ্গ মহাসড়কে দুর্বৃত্তরা নির্বিচারে অন্তত ১৫টি গাড়িতে ভাংচুর চালিয়েছে। বুধবার সকালে শহরতলির তিনমাথায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া মাটিডালি বিমান মোড়ে ২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৩৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। ফরিদপুর : সকাল ৭টার দিকে সালথা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. উজ্জ্বল মাতব্বরের সমর্থক ও বিএনপি নেতা এনায়েত হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, সড়কি, ভেলা ও রামদা নিয়ে দীর্ঘ ২ ঘণ্টা ধাওয়া-পাল্টা-ধাওয়া চলে। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঝালকাঠি : ভোরে ঝালকাঠি-বরিশাল সড়কের মানপাশা টেম্পোস্ট্যান্ড এলাকায় টায়ার আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা। এ সময় ছাত্রলীগ নেতা নজরুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে ইটপাটকেল নিক্ষেপ করে একটি ট্রাক ভাংচুর করে দুর্বৃত্তরা। এ সময় ট্রাকচালক আহত হন। নোয়াখালী/কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জের বিভিন্ন সড়কে ১০টি সিএনজি অটোরিকশা ভাংচুর করে অবরোধকারীরা। সকাল ১০টায় বিএনপি ও শিবিরের নেতাকর্মীরা মাইজদী রশীদ কলোনি থেকে মিছিল বের করে। পৌরবাজারের কাছে পুলিশ মিছিলে বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পুলিশ ৩০-৩৫ রাউন্ড টিয়ারশেল ছোড়ে। এতে ১০ জন আহত হয়েছেন। পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। চাঁদপুর : মঙ্গলবার রাতে হাজীগঞ্জে পুলিশের সঙ্গে অবরোধকারীদের দফায় দফায় সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ ১৬ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। পুলিশ বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে। নেত্রকোনা : মঙ্গলবার মধ্যরাতে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের চল্লিশা নামক স্থানে দুর্বৃত্তরা একটি তেলের ড্রামবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান চৌধুরীকে ভোরে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী/পুঠিয়া : মঙ্গলবার রাতে পুঠিয়ায় একটি ট্রাকে লুটপাট করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাহ মখদুম থানায় মামলাটি দায়ের করেন। বুধবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। অবরোধে বিএনপির নেতাকর্মীরা মাঠে নামেনি। সিলেট : খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও মির্জা ফখরুলকে গ্রেফতারের প্রতিবাদে মহানগরীতে আজ সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি। প্রত্যাহারের আহ্বান করেছে আওয়ামী লীগ। বুধবার বিচ্ছিন্নভাবে মিছিল সমাবেশ করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বুধবার নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল, কুমারপাড়া বাস টার্মিনালে যাত্রীরা বাসের জন্য অপেক্ষায় ছিলেন। নগরীর আম্বরখানা এলাকায় সকালে ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে ককটেলের বিস্ফোরণ ও একটি সিএনজি অটোরিকশা জ্বালিয়ে দেয়া হয়। এছাড়া তিনটি অটোরিকশা ভাংচুর করে তারা। বরিশাল : মহানগর ছাত্রশিবিরের সভাপতিসহ ১৪ শিবির নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডেকেছে মহানগর ছাত্রশিবির। সকালে নগরীর বগুড়া রোডে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নগরীর সিএন্ডবি রোড গ্রীনবাগে অটোরিকশা, চৌমাথায় সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যান এবং পোর্ট রোডে একটি মালবাহী পিকআপে অগ্নিসংযোগ করে পিকেটাররা। খুলনা : মহানগরীতে দফায় দফায় মিছিল করেছে বিএনপি, জামায়াত ও ২০ দলীয় জোট। পরে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বক্তৃতা করেন মেয়র মনিরুজ্জামান মনি, এসএম শফিকুল আলম মনা, জামায়াতের মাস্টার শফিকুল আলম, বিএনপির ডা. গাজী আবদুল হক, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ খায়রুজ্জামান খোকা, সিরাজুল ইসলাম, রেহানা ঈসা, ফখরুল আলম, আমির এজাজ খান, ফজলে হালিম লিটন, স ম আবদুর রহমান, বিজেপির সিরাজ উদ্দিন সেন্টু, মুসলিম লীগের আক্তার জাহান রুকু, জেপির গোলাম মোস্তফা, বিএনপির অধ্যক্ষ তারিকুল ইসলাম প্রমুখ। চট্টগ্রাম : বিএনপির ডাকা অন্যান্য কর্মসূচিতে দলীয় কার্যালয়ে সকাল থেকে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেলেও বুধবার বেলা ৪টা পর্যন্ত কোনো নেতার দেখা মেলেনি। চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাস চলাচল কম থাকলেও অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক ছিল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাজকর্ম স্বাভাবিক রয়েছে। নগরী ও জেলার কোথাও অবরোধের সমর্থনে কোনো ধরনের তৎপরতার খবর পাওয়া যায়নি। ভোর ৬টায় থেকেই নগরীর প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কয়েকটি স্পর্শকাতর উপজেলায় বিজিবি মোতায়েন রয়েছে। বিভিন্ন সড়কে বিজিবিকে টহল দিতে দেখা যায়। আইনশৃংখলা বাহিনীকে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে দেখা গেছে। মানিকগঞ্জ :মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে আজ শহরে আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি। সকালে এ নিয়ে জেলা বিএনপি কার্যালয়ে দলের সহসভাপতি অ্যাডভোকেট মোকসেদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, আজাদ হোসেন খান, গোলাম মোস্তফা, এসএম ইকবাল হোসেন প্রমুখ। যাশোর : বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ ৪৯ জনের নামে মামলা হয়েছে। এর প্রতিবাদে আজ জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট। জামালপুর : বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সমাবেশ করেছে ২০ দলীয় জোট। মঙ্গলবার গাড়ি ভাংচুরের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এ ঘটনায় শহরের বিভিন্ন স্থান থেকে ৮ জনকে আটক করে পুলিশ। ধামরাই (ঢাকা) : ঢাকা-আরিচা মহাসড়কের ডুলিভিটা বাসস্ট্যান্ডের দি একমি ল্যাবরেটরিজের সামনে ও ইসলামপুর বাসস্ট্যান্ডের ফ্লাইওভারের নিচে শক্তিশালী দুটি ককটেল বিস্ফোরেণের ঘটনা ঘটেছে। এছাড়া থানা বাসস্ট্যান্ডের কাছে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় অবরোধকারীরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হাজীগঞ্জ (চাঁদপুর) : হাজীগঞ্জের টোরাগড় গ্রামে বিএনপি ও পুলিশের সংঘর্ষে ২টি মামলায় ৯০০ আসামি করা হয়েছে। এতে র্যাব, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ৬ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। সাতক্ষীরা : শ্যামনগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মওলানা আবদুর রজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। গফরগাঁও : উপজেলার পাগলা থানায় বিএনপির ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে মঙ্গলবার রাতে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মামলার বাদী হয়েছেন পাগলা থানার এসআই সুমন সরকার। শিবগঞ্জ : সোনামসজিদ স্থলবন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক দেশের অভ্যন্তরে যাইনি। ফলে পানামা ইয়ার্ডের ভেতরে আটকা পড়েছে প্রায় ৭শ’ পণ্যভর্তি ট্রাক। তবে এসব ট্রাকে কোনো পচনশীল পণ্য নেই বলে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের একজন কর্মকর্তা জানান। সোমবার কানসাটের ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ব্যাপারে থানায় ৩টি মামলা হয়েছে। নাটোর : জেলা ছাত্রশিবিরের সভাপতি আলমগীর হোসেনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাঁশিলা গ্রামে এক ইসলামী জালসা শেষে নাটোর শহরে ফেরার পথে একটি প্রাইভেটকারসহ পুলিশ তাদের আটক করে। সাটুরিয়া (মানিকগঞ্জ) : উপজেলার হরগজ এলাকা থেকে ৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অবরোধে দূরপাল্লার বাস চলাচল করেনি। লক্ষ্মীপুর : মান্দারি বাজারে দুটি গাড়ি ভাংচুর ও একটিতে আগুন দেয় অবরোধকারীরা। লক্ষ্মীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. লোকমান হোসেনসহ বিএনপি-জামায়াতের ৪০ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পৌর বিএনপি নেতা কাউন্সিলর লোকমান হোসেন মিছিলের প্রস্তুতি নিলে লক্ষ্মীপুর বিসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। ভোলা : পুলিশ এসাল্ট মামলায় জেলা বিএনপির জ্ঞাত ৫৪ জনসহ অজ্ঞাত ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। দূরপাল্লার বাস ছাড়া অন্য যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ ৪ বিএনপি কর্মীকে আটক করেছে। কুমিল্লা : মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে কোতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২শ’ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। বিভিন্ন স্থান থেকে পুলিশ বিএনপির ১৪ নেতাকর্মীকে আটক করেছে। পাবনা : সোমবার পাবনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় আড়াইশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলা দায়েরের পরই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জ : সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজের কাছে পিকেটিংকালে তিন জনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। ফরিদগঞ্জ : দুপুরে উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজান ভদ্র এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের ব্যবহৃত দুটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। আশুলিয়া (ঢাকা) : অবরোধের প্রথম দিনে আশুলিয়ার শ্রীপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য সাবেক এমপি ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুসহ ৪১ নেতাকর্মীর নামে মামলা করেছে সংশ্লিষ্ট বাসের মালিকপক্ষ। বন্দর (নারায়ণগঞ্জ) : ঢাকা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। সোমবার বন্দরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, ভাংচুর এবং পুলিশের একটি ভ্যানগাড়ি পোড়ানোর মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে বন্দরের ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ।
No comments:
Post a Comment