Thursday, January 22, 2015

বিশ্বকাপে জাতীয় ক্রিকেট দলের সাফল্যের জন্য দেশবাসীর দোয়া কামনা প্রধানমন্ত্রীর:নয়াদিগন্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যের জন্য ক্রিকেট অনুরাগীসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।   প্রধানমন্ত্রী বিশ্বকাপে সাফল্য অর্জনে দৃঢ় সঙ্কল্প ও আস্থার সাথে খেলার জন্য জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এটি সত্য যে, জয়-পরাজয়ই খেলা। তবে আপনাদের বিশ্বকাপ ম্যাচগু
লোতে বিজয়ের লক্ষ্য নিয়েই খেলতে হবে। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তারা বিশ্বকাপ মিশনে যাত্রার প্রাক্কালে গত রাতে প্রধানমন্ত্রীর সাথে গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।   অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন স্বাগত বক্তব্য রাখেন। এতে জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও বক্তৃতা করেন। তারা জাতীয় দলের একটি জার্সি প্রধানমন্ত্রীকে উপহার দেন।   ক্রিকেট অনুরাগী শেখ হাসিনা বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাসী খেলোয়াড়রা তাদের দক্ষতার মাধ্যমে একদিন বিশ্বকাপ ছিনিয়ে আনবে। প্রধানমন্ত্রী জাতীয় দলের খেলোয়াড়দের স্মরণ করিয়ে দেন যে, তারা রয়েল বেঙ্গল টাইগার এবং তারা সেভাবেই খেলবে।   অনিকের চিকিৎসার জন্য ৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধে ফেনীতে বোমা বিস্ফোরণে আহত এসএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম অনিকের চিকিৎসার জন্য ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   প্রধানমন্ত্রী গতকাল দুপুরে তার তেজগাঁও কার্যালয়ে অনিকের বাবা মিজানুর রহমানের কাছে এই চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী এ কথা জানান।   এর আগে তিনি ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র অনিকের (১৫) চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এই উদ্যোগের ফলে অনিককে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে শঙ্কর নেত্রালয়ে পাঠানো হচ্ছে।   ৫ জানুয়ারি ফেনী শহরের খেজুর চত্বর এলাকায় মুখোশধারী সন্ত্রাসীরা বোমা ছুড়ে মারলে গুরুতর আহত হয় অনিক। ওই সময় অনিক ও তার বন্ধু শাহরিয়ার হৃদয় প্রাইভেট শিক্ষকের বাসা থেকে ফিরছিল।   অনিককে প্রথমে ফেনী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং এরপর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেয়া হয়।   বোমায় হৃদয়ও মারাত্মকভাবে আহত হয়েছে। প্রধানমন্ত্রী হৃদয়ের চিকিৎসার দায়িত্বও নিয়েছেন। হৃদয় এখন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।   ফেনীর ম্যাজিস্ট্র্রেটকে প্রধানমন্ত্রীর চেক হস্তান্তর : অবরোধে বোমা হামলায় গুরুতর আহত ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্যের পাঁচ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।   গত মঙ্গলবার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর পক্ষে এই চেক হস্তান্তর করেন।   এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য আব্দুল কাদির মিয়াকে ভারতের হায়দরাবাদে পাঠানো হচ্ছে।   উল্লেখ্য, গত ৯ জানুয়ারি ফেনী জেলায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়া, রাশেদুর রহমান ও শিহাব উদ্দিন আহমদের ওপর বোমা হামলা করা হয়। এ সময় আব্দুল কাদির মিয়ার দুই চোখ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।   চেক হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে বিসিএস প্রশাসন অ্যাকাডেমির রেক্টর মো: সোহরাব হুসাইন এবং বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের মহাসচিব মো: মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment