Sunday, January 18, 2015

সড়ক দুর্ঘটনায় এনএসআই সদস্যসহ নিহত ২:নয়াদিগন্ত

  রাজধানীর জাতীয় প্রেস কাবের সামনের রাস্তায় গতকাল বাসের ধাক্কায় এম এ সাত্তার (৫০) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) এক সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় আবদুর রশিদ (৪৫) নামে এক রঙমিস্ত্রি নিহত হন।   শাহবাগ থানার এসআই রবিউল ইসলাম জানান, সকালে প্রেস কাবের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় সায়েদাবাদ থেকে গাবতলী রুটের ৮ নম্বর পরিবহনের একটি
বাসের ধাক্কায় গুরুতর আহত হন সাত্তার। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে বিকেলে নিহতের ভাই আব্বাসের কাছে লাশ হস্তান্তর করা হয়। তিনি বলেন, এ ঘটনায় ঘাতক বাস ও চালককে আটক এবং একটি মামলা করা হয়েছে।   জানা গেছে, এম এ সাত্তারের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদীখান। ঢাকায় সেগুনবাগিচা এনএসআইর সদর দফতরের ম্যাচে থাকতেন। তিনি গুলশানের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। অপর ঘটনায় মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন আবদুর রশিদ নামে এক ব্যক্তি। সকালে লেগুনায় করে তিনি বেড়িবাঁধ এলাকার ৭ নম্বর সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় নির্মাণকাজে ব্যবহƒত মিকচার মেশিনবাহী একটি ট্রাক তার লেগুনাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন লেগুনার পেছনের আসনে বসে থাকা আব্দুর রশিদ। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেয়া হলে দুপুরে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।   নিহতের স্ত্রী খায়রুন নেসা জানান, অসুস্থ আব্দুর রশিদকে নিয়ে তিনি সকালে বারডেম হাসপাতালে গিয়েছিলেন। সেখানে রক্ত পরীার পর তারা একসাথেই ফিরছিলেন। এ সময় ট্রাক লেগুনাকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। রশিদ পেশায় রঙমিস্ত্রি ছিলেন। পরিবারের সাথে তিনি বেড়িবাঁধ এলাকাতে থাকতেন। তার গ্রামের বাড়ি ভোলা সদরে। তাদের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

No comments:

Post a Comment