Tuesday, January 27, 2015

খালেদা জিয়ার নামে মামলা দেয়ার প্রতিবাদ সম্মিলিত পেশাজীবী পরিষদের:নয়াদিগন্ত

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা, বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।   গতকাল এক বিবৃতিতে বিএসপিপি নেতৃবৃন্দ বলেন, আমরা বিস্ময়ের সাথে ল করছি যে, সরকার বর্তমান রাজনৈতিক সঙ্কটকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে দমন-পীড়ন, গুম-খুন, হামলা-মামলা করে গণতন্ত্র ও জনগণের বিরু
দ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এক দিকে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের দিয়ে গুম-খুন, হামলা-মামলা, লুটপাট, বাড়িঘর ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও গণগ্রেফতার করছে, অন্য দিকে তারাই আবার অবরোধ দিয়ে ঢাকাকে বিচ্ছিন্ন করছে। সভা-সমাবেশের ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সরকার দলীয় সমর্থক ও ক্যাডাররা নিরাপত্তা বাহিনীর সামনেই মিটিং-মিছিল, সমাবেশ করছে। বিরোধী জোটের সভা-সমাবেশ দূরের কথা মিটিং-মিছিলের প্রস্তুতি নিলেই সরাসরি গুলি, হামলা-মামলা, নির্যাতন ও গণগ্রেফতার করছে। আমরা অবৈধ, অগণতান্ত্রিক, স্বৈরাচার সরকারের অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।   বিবৃতিতে স্বাক্ষর করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএসপিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, সদস্যসচিব ও ড্যাব মহাসচিব অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম এ আজিজ, ড্যাব সভাপতি অধ্যাপক ডা: এ কে এম আজিজুল হক, ডা: রফিকুল ইসলাম বাচ্চু, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, ডিইউজের সভাপতি কবি আব্দুল হাই সিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান।   ড্যাব : ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব কেন্দ্রীয় কার্যকরী কমিটির পে সভাপতি অধ্যাপক ডা: এ কে এম আজিজুল হক ও মহাসচিব অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা, বানোয়াট, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। বিজ্ঞপ্তি।

No comments:

Post a Comment