অবৈধ সরকার দেশে গণতন্ত্রের নামে ‘মার্শাল ডেমোক্র্যাসি’ প্রবর্তন করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল সন্ধ্যায় দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘জনসভায় ঘোষণা দিয়ে গভীর রাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। ইন্টারনেট, ব্রডব্যান্ড ও ক্যাবল লাইনসহ সব বৈদ্যুতিক যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন করা হয়েছে। সরকারি দল ঘোষণা দ
িয়েছে পানি, গ্যাস ও খাবার সরবরাহও বন্ধ করে দিবে। সভ্য দুনিয়ার ইতিহাসে এরকম ঘৃণিত ও জঘন্য নজির কোথাও নেই।’ তিনি অবিলম্বে বিদ্যুৎ সংযোগসহ সব যোগাযোগমাধ্যম পুনঃস্থাপনের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। অন্যথায় উদ্ভূত যেকোনো পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে এবং এর পরিণতি কখনোই শুভ হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। সালাহউদ্দিন বলেন, ‘ক্ষমতালিপ্সু অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা গদি রক্ষার জন্য এবং অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার মানসে গণতন্ত্রের কবর রচনা করেছেন। দেশে এক ব্যক্তির ইচ্ছাকেই এখন আইনের উৎসে পরিণত করা হচ্ছে। জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক সব অধিকার ছিনিয়ে নেয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে সভা-সমাবেশ ও কথা বলার অধিকার।’ সালাহউদ্দিন আহমেদ বলেন বলেন, ‘দেশের সর্ব বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল-বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। অবরুদ্ধ করা হয়েছে দেশের তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।’ মানবাধিকার সংস্থা, সংগঠন ও মানবাধিকার কর্মীদের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আসুন, দেখুন বাংলাদেশে গণতন্ত্রের নামে কত ঘৃণ্য জংলিতন্ত্র কার্যকর হয়েছে ভোটারবিহীন এই সরকারের বদৌলতে। জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের কাছে আবেদন জানাই, আপনারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনুধাবন করে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।’ রুহুল কবির রিজভীকে ‘গণতান্ত্রিক আন্দোলনে সময়ের সাহসী পুরুষ’ আখ্যা দিয়ে সালাহউদ্দিন আহমেদ তাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও মুক্তির দাবি জানান। একই সাথে সারা দেশে গ্রেফতার বিএনপি ও জোটের নেতাকর্মীদেরও মুুক্তির দাবি জানান তিনি। তিনি বলেন, দলীয় সন্ত্রাসী বাহিনী, সরকারি পেটোয়া আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেফতার নির্যাতনের স্টিম রোলার চালিয়ে গণতন্ত্র পুনঃরুদ্ধারের জনগণের বৈধ আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। গণতন্ত্রকামী সংগ্রামী জনগণের আন্দোলনের দাবানল জ্বলে উঠবে আরো তীব্র গতিতে। বিএনপিসহ ২০ দলীয় জোট, দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সুশীলসমাজ, বুদ্ধিজীবী, পেশাজীবী, সাংবাদিকসহ সব গণতন্ত্রকামী সংগ্রামী জনগণের প্রতি খালেদা জিয়ার পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে অবিরাম সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘সংগ্রামী জনতার বিজয় অনিবার্য।’
No comments:
Post a Comment