Sunday, February 1, 2015

পরীার্থীদের দলগত নিরাপত্তা দেবে পুলিশ : আইজিপি:নয়াদিগন্ত

আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার সময় প্রতিটি কেন্দ্র ও শিক্ষার্থীদের চলাচলের রাস্তায় নিরাপত্তা দেবে পুলিশ। এ ক্ষেত্রে র‌্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর যৌথ টিম শিার্থীদের পরীার হলে আনানেয়া করবে এবং পরীার হলে সার্বিক নিরাপত্তা দেবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। হরতাল-অবরোধের মধ্যে এসএসসি ও সমমানের পরীা চলাকালে নিরাপত্তা ব্যবস্থা ন
িয়ে গতকাল বেলা ১১টার দিকে রাজধানীতে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, শিার্থীদের দলগতভাবে নিরাপত্তা দেবে পুলিশ। কিন্তু ব্যক্তিগতভাবে নিরাপত্তা দিতে পারবে না। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। আসন্ন এসএসসি পরীায় সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি বলেন, সবার প্রত্যাশা ছিল, এসএসসি পরীার কারণে কর্মসূচি শিথিল রাখা হবে বা আওতামুক্ত রাখা হবে। কিন্তু বাস্তবে দেখা গেল, তারা অবরোধের সাথে হরতাল দিলো। সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, এসএসসি পরীার সময়ও ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচি অব্যাহত রাখায় একজন পিতা হিসেবে, নাগরিক হিসেবে আমি স্তম্ভিত। জাতি স্তম্ভিত। সরকার পরীা নিলে পুলিশ সব ধরনের নিরাপত্তা দেবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, অবরোধের নামে চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে। নাশকতা চালানো হচ্ছে। পেট্রলবোমা হামলা চালানো হচ্ছে। এদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ৫ জানুয়ারির সমাবেশ সরকারি দল আগে পরিকল্পনা করেছিল। হঠাৎ বিএনপি নেতৃত্বাধীন ২০ দল সমাবেশের অনুমতি চায়। এ সময় সরকারি দল ও বিএনপি নেতাদের গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য দেখে পরিস্থিতি ঘোলাটে মনে হওয়ায় কাউকেই সমাবেশের অনুমতি দেয়া হয়নি। পরে আওয়ামী লীগ সমাবেশের অনুমতি চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। বিএনপি চাইলেও তাদেরকে সমাবেশের অনুমতি দেয়া হতো। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীর প্রতিটি পরীাকেন্দ্রের নিরাপত্তা দেয়া হবে। যারা নাশকতা করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে জামায়াত ও শিবিরের একাধিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। অবরোধের বিভিন্ন সময় তারা নাশকতায় সরাসরি অংশ নিয়েছে। এমনকি নাশকতার অর্থ জোগানদাতা হিসেবেও তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

No comments:

Post a Comment