া বাক্যবিনিময়। সেটা যে প্রীতিকর কিছু ছিল না পরে হোল্ডার নিজেই স্বীকার করেছেন। তবে দাবি করেছেন খুব বড় কিছু নয়, ‘সামান্য কথা-কাটাকাটি হয়েছিল আমাদের, এটা খেলারই অংশ। দিন শেষে আমরা হাত মিলিয়েছি। একসঙ্গেই হেসেছি।’ ২৩ বছর বয়সী হোল্ডার এই দলের অধিনায়ক হলেও বয়সে সবার ছোট। স্বাভাবিকভাবেই দলের অন্য সবার কাছ থেকে অধিনায়কের যোগ্য সম্মান পান কি না, সেই প্রশ্ন বেশ কয়েকবারই উঠেছে। কালকের ঘটনার পর সেটি আরও জোরেশোরেই উঠবে। ম্যাচ শেষে হোল্ডার অকুণ্ঠ ধন্যবাদ দিয়েছেন সতীর্থদের, ‘আমি সবার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আর চাইতে পারতাম না। এই ম্যাচে আমাদের জয় পেতেই হতো, সেটাও বড় ব্যবধানে। যেভাবে সবাই নিজেদের মেলে ধরেছে সেটা আমার চাওয়ার থেকেও বেশি।’ তবে কাল ম্যাচ শেষে হোল্ডার ইনস্টাগ্রামে স্যামির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই লিখেছেন, ‘জীবনে এ রকম হতেই পারে। যা পেয়েছি সেটার জন্য ধন্যবাদ।’ পরে স্যামিও সেটি রিটুইট করেছেন। ওয়েস্ট ইন্ডিজ এই ছবিটাকেই সত্যি বলে ধরে নিতে চাইবে! এএফপি।
Headlines from most popular newspapers of Bangladesh. বাংলাদেশে প্রকাশিত প্রধান প্রধান দৈনিক পত্রিকার সংবাদ শিরোনামগুলো এক নজরে দেখে নিন।
Monday, March 16, 2015
হোল্ডার-স্যামির একচোট:প্রথম অালো
া বাক্যবিনিময়। সেটা যে প্রীতিকর কিছু ছিল না পরে হোল্ডার নিজেই স্বীকার করেছেন। তবে দাবি করেছেন খুব বড় কিছু নয়, ‘সামান্য কথা-কাটাকাটি হয়েছিল আমাদের, এটা খেলারই অংশ। দিন শেষে আমরা হাত মিলিয়েছি। একসঙ্গেই হেসেছি।’ ২৩ বছর বয়সী হোল্ডার এই দলের অধিনায়ক হলেও বয়সে সবার ছোট। স্বাভাবিকভাবেই দলের অন্য সবার কাছ থেকে অধিনায়কের যোগ্য সম্মান পান কি না, সেই প্রশ্ন বেশ কয়েকবারই উঠেছে। কালকের ঘটনার পর সেটি আরও জোরেশোরেই উঠবে। ম্যাচ শেষে হোল্ডার অকুণ্ঠ ধন্যবাদ দিয়েছেন সতীর্থদের, ‘আমি সবার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আর চাইতে পারতাম না। এই ম্যাচে আমাদের জয় পেতেই হতো, সেটাও বড় ব্যবধানে। যেভাবে সবাই নিজেদের মেলে ধরেছে সেটা আমার চাওয়ার থেকেও বেশি।’ তবে কাল ম্যাচ শেষে হোল্ডার ইনস্টাগ্রামে স্যামির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই লিখেছেন, ‘জীবনে এ রকম হতেই পারে। যা পেয়েছি সেটার জন্য ধন্যবাদ।’ পরে স্যামিও সেটি রিটুইট করেছেন। ওয়েস্ট ইন্ডিজ এই ছবিটাকেই সত্যি বলে ধরে নিতে চাইবে! এএফপি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment