নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলা সিআইডি তদন্ত করুক তা চায় না সরকার। ডিবির পাশাপাশি সিআইডিকে দিয়ে পৃথকভাবে তদন্ত করতে হাইকোর্টের আদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেছে সরকার। এই আবেদনের ওপর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে। এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ওই হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত নূর হোসেনকে ভারত থেকে প্রত্যাহার নিয়ে বল
েছেন, ‘ভারতে তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার বা স্থগিত ছাড়া তাকে ফেরত আনা সম্ভব নয় বলে আমার ধারণা।’ বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে গতকাল বুধবার নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন এবং সিআইডি, র্যাব ও পুলিশের আইজির পক্ষ থেকে দেওয়া অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। এ জন্য মঙ্গলবার সংশ্লিষ্টরা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেন। গতকাল বিকেলে শুনানির জন্য বিষয়টি উত্থাপিত হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতে বলেন, “এ মামলা ডিবি তদন্ত করছে। পাশাপাশি সিআইডিও ‘ছায়া’ তদন্ত করছে। ফৌজদারি কার্য পদ্ধতি অনুযায়ী একই মামলায় সরকারি দুটি তদন্ত সংস্থা একসঙ্গে তদন্ত করতে পারে না। এটা হলে মামলা ভণ্ডুল হয়ে যায়। তাই সিআইডিকে দিয়ে তদন্তের যে আদেশ আদালত দিয়েছেন তা প্রত্যাহারের জন্য আমরা আবেদন করছি।” আবেদন জমা দেওয়ার সময় আদালত বলেন, ‘একটির সঙ্গে অন্যটি যাতে সাংঘর্ষিক না হয় সে জন্য আমরা আদেশ দিয়েছি। প্রত্যেকেই স্বতন্ত্রভাবে তদন্ত করবে।’ এ সময় আদালত চারটি তদন্ত প্রতিবেদন উপস্থাপন করতে বলেন। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আজ আদালতের কার্য সময় শেষ হয়ে গেছে। তাই এ মুহূর্তে প্রতিবেদন উপস্থাপন করতে চাচ্ছি না। এই পর্যায়ে আদালত চারটি প্রতিবেদন আজ উপস্থাপনের দিন ধার্য করেন। একই সঙ্গে সিআইডিকে দিয়ে তদন্তের আদেশ প্রত্যাহারের আবেদনের ওপর শুনানির দিন ধার্য করা হয়। এ সময় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্ট ডিবির পাশাপাশি সিআইডিকেও একটি ছায়া তদন্ত করতে বলেছেন। আমি হাইকোর্টে বলেছিলাম, একটি মামলায় দুটি চার্জশিট হয় না। তখন হাইকোর্ট আমাকে বলেছিলেন, মূল তদন্ত ডিবিই করবে। সিআইডি ছায়া তদন্ত করবে। এটা করলেও একটা বিভ্রাট ঘটবে। দুই সংস্থার সমন্বয় করা সম্ভব নয়। আইনও অনুমোদন দেয় না। ওই আদেশের পরই রাষ্ট্রপক্ষ এ বিষয়ে আপিলের আবেদন করেছে। সিআইডি যাতে তদন্ত না করে এবং একটাই যেন তদন্ত হয়- এই প্রার্থনা করে লিভ পিটিশন দায়ের করা হয়। আপিল বিভাগ হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে যেতে বলেন।’ তিনি বলেন, ‘আদালতের নির্দেশে প্রশাসনিক তদন্ত চলছে। র্যাবের অভ্যন্তরীণ তদন্ত হচ্ছে। এসব বিষয়ে আমরা কিছু বলিনি। তবে সিআইডি নিয়ে বলছি। কারণ এর সঙ্গে আইনগত প্রশ্ন জড়িত।’ সাত খুনের ঘটনার অন্যতম আসামি নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনা যাবে কি না সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘নূর হোসেনের বিষয়ে ভারতের আদালতে মামলা বিচারাধীন। ওই মামলা প্রত্যাহার বা স্থগিত না হওয়া পর্যন্ত তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে আমার ধারণা। ভারত সরকার নূর হোসেনের মামলা বাতিল বা প্রত্যাহার করলে তাকে ফিরিয়ে আনা যেতে পারে। কূটনৈতিক কৌশলে তা করা যেতে পারে।’ প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দাখিল করার পর কমিটির সদস্য আইন মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান খান গণমাধ্যমকে বলেন, কারা খুনের ঘটনা ঘটিয়েছে তার স্পষ্ট ধারণা পেয়েছি। জড়িতদের বিষয়ে আরো তথ্য সংগ্রহ চলছে। তবে কী কারণে এবং কেন হত্যাকাণ্ড ঘটেছে সে তথ্য উদ্ঘাটনে চার সপ্তাহ সময় চাওয়া হয়েছে। আর নূর হোসেনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও র্যাবের কাছে তথ্য চাওয়া হয়েছে।
No comments:
Post a Comment