গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বোর্ড মিল এলাকার নিট ফ্যাশন ওয়্যার লিমিটেডের এক কোটি ৩৩ লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকাল তিনটি মোটরসাইকেলে ছয়জনের একদল ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে এ ঘটনা ঘটায়। ঘটনার সময় ছিনতাইকারীরা পিস্তলের ছয় রাউন্ড গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। টাকাগুলো দিয়ে আজ শ্রমিকদের বেতনভাতা পরিশোধের কথা ছিল। কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম বকাউল জানান,
কারখানার একজন চীনা কর্মকর্তাসহ তিনজন কর্মকর্তা আশুলিয়ার জামগড়া এলাকায় কারখানার প্রধান কার্যালয় থেকে মাইক্রোবাসে এক কোটি তিন লাখ টাকা নিয়ে কালিয়াকৈর উপজেলার বোর্ড মিল এলাকার কারখানার উদ্দেশে রওনা দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি কালিয়াকৈরের পূর্ব চান্দরা এলাকায় পৌঁছলে তিনটি মোটরসাইকেলে ছয়জন ছিনতাইকারী মাইক্রোবাসের গতিরোধ করে। ছিনতাইকারীরা মাইক্রোবাসের চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে বাক্সভর্তি ওই টাকাগুলো ছিনিয়ে নেয়। পরে এলাকা ত্যাগের সময় কমপক্ষে ছয় রাউন্ড পিস্তলের গুলি ছোড়ে আতঙ্ক ছড়িয়ে ফুলবাড়ীয়া বনের ভেতর দিয়ে পালিয়ে যায়। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, জেলা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারখানার পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে মামলা রুজু হবে। ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশ গাজীপুরের বিভিন্ন সড়কে তল্লাশি চালাচ্ছে।
No comments:
Post a Comment