প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে তিন দিনের এক সরকারি সফরে গতকাল সকালে আবুধাবি এসে পৌঁছেছেন। এ সময় তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফাইট বেলা সাড়ে ১১টায় (ইউএই’র স্থানীয় সময়) আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌ
ঁছায়। ইউএই’র সমাজকল্যাণমন্ত্রী ম্যারি মোহাম্মাদ খালফান আল রুমি ও ইউএইতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ ইমরান এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহকারে সেন্ট রেজিস হোটেলে যান। সফরকালে তিনি এ হোটেলেই থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) তিন দিনের সরকারি সফরে গতকাল সকালে আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফাইট সকাল সাড়ে ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, তিন বাহিনীর প্রধানগণ এবং উচ্চপর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তিন দিনের এ দ্বিপীয় সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএই’র ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, জাতির মাতা, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। আজ আবুধাবিতে জাতির মাতা শেখ ফাতিমা, যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবিতে বাংলাদেশী কমিউনিটির দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন। প্রধানমন্ত্রী ইউএই’র ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মকতুমের সাথে বৈঠক করতে সোমবার দুবাই যাবেন। শেখ হাসিনা রাস আল-খাইমাহ (আরএকে) সফর করবেন এবং সেখানে তিনি রাস আল-খাইমাহর শাসক শেখ সৌদ বিন আকর আল কাশিমির সাথে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফাইটে সোমবার রাতে দেশে ফিরবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরকালে বাংলাদেশ ও ইউএই’র মধ্যে বাণিজ্য, জনশক্তি ও বিনিয়োগসংক্রান্ত ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বারিত হবে। এ েেত্র দু’দেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বারিত হতে পারে, তার মধ্যে রয়েছে ফরেন অফিস কনসাল্টেশন বিষয়ক সমঝোতা স্মারক, জনশক্তি রফতানি আবারো চালু করতে ইউএই’র একটি আউটসোর্সিং কোম্পানির সাথে সমঝোতা স্মারক এবং দণ্ডপ্রাপ্ত আসামি প্রত্যাবাসন এবং বিনিয়োগ সুরা ও সম্প্রসারণসংক্রান্ত চুক্তি। এ ছাড়া সফরকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইউএই’র আল-নাহিয়ান ফাউন্ডেশন কর্তৃক একটি হাসপাতাল স্থাপন চুক্তি, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসামুক্ত গমনাগমন চুক্তি, উচ্চশিা ও বৈজ্ঞানিক গবেষণাবিষয়ক সমঝোতা স্মারক এবং ইউএই দূতাবাসের জন্য ঢাকায় এক খণ্ড জমি হস্তান্তর চুক্তি স্বাক্ষরিত হবে। আবুধাবির শেখ জায়েদ জামে মসজিদ পরিদর্শন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সংযুক্ত আরব আমিরাত সফরের প্রথম দিন গতকাল বিকেলে আবুধাবি শেখ জায়েদ জামে মসজিদ পরিদর্শন করেন। মসজিদে তিনি আসরের নামাজ আদায় করেন। শেখ হাসিনা মসজিদটির প্রতিষ্ঠাতা সংযুক্ত আরব আমিরাতের জাতির পিতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মাজার জিয়ারত ও ফাতেহা পাঠ করেন। প্রধানমন্ত্রী মসজিদ কমপ্লেক্সে এসে পৌঁছলে তাকে সেখানে সাদর অভ্যর্থনা জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রীকে মসজিদের একটি স্মারক প্রদান করা হয়। তিনি মসজিদের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুর রহমান চুন্ন, আওয়ামী লীগ নেতা ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ও প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী প্রধানমন্ত্রীর সাথে ছিলেন।
No comments:
Post a Comment