সম্মিলিত ইসলামি দলের ডাকা আজকের হরতাল প্রতিরোধে মাঠে থাকবে আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং আওয়ামী লীগ সমর্থিত সংগঠনগুলো। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হরতালে নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সরকার সমর্থিত নেতাকর্মীরাও অবস্থান করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা সকাল থেকেই হরতাল প্রতিরোধে দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু
অ্যাভিনিউয়ে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি পালন করবে। এ ছাড়া জিরো পয়েন্ট, গুলিস্তান, পল্টন, বায়তুল মোকাররম, যাত্রাবাড়ী, রাসেল স্কয়ার, কারওয়ানবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীরা অবস্থান করবেন। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ নয়া দিগন্তকে বলেন, ইসলামি দলগুলো হরতাল ডাকলেও এর পেছনে রয়েছে বিএনপি-জামায়াত। তারা আন্দোলন করার মতো কোনো ইস্যু না পেয়ে এই হরতালে নাশকতার পথ বেছে নিতে পারে। হরতালকারীরা যাতে রাজধানীতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে এবং মানুষের জানমালের ক্ষতি করতে না পারে সে জন্য মহানগর আওয়ামী লীগ সতর্ক থাকবে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বেলা ১১টার দিকে অবস্থান নেবেন। এতে নেতৃত্ব দেবেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। এ ছাড়া বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের নিয়ে যুবলীগ দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হরতালবিরোধী একটি মিছিল বের করবেন। মিছিলটি জিরো পয়েন্ট হয়ে পল্টন ঘুরে প্রেসকাব হয়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট দিয়ে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী নয়া দিগন্তকে বলেন, হরতালকারীরা যাতে নাশকতা করতে না পারে সে জন্য রাজধানীর পল্টন, কারওয়ানবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যুবলীগের নেতাকর্মীরা সতর্ক থাকবেন। স্বেচ্ছাসেবক দল তাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতালের বিরুদ্ধে সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো: আবু কাউছার নয়া দিগন্তকে বলেন, যে ইস্যু নিয়ে হরতাল ডাকা হয়েছে তা অযৌক্তিক। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী সব ব্যবস্থা নিয়েছেন। আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ পর্যন্ত বাতিল করা হয়েছে। তারপরও এই হরতাল দেয়ার মানে হচ্ছে ইসলামি দলের পেছনে থেকে বিএনপি একটি নৈরাজ্য সৃষ্টি করতে চায়। এই হরতাল সফল হবে না, দেশের মানুষ প্রত্যাখ্যান করবে। হরতালকারীরা যাতে কোনো ধরনের নাশকতা করতে না পারে সে জন্য সকাল থেকেই স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক থাকবেন। এ ছাড়া শ্রমিকলীগ, ছাত্রলীগ, ওলামা লীগসহ আওয়ামী লীগ সমর্থিত ২২ সংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে হরতাল প্রতিরোধে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল পালন করবে।
No comments:
Post a Comment