Monday, October 20, 2014

কুমিল্লার আদালতে বোমা আতঙ্ক : ব্যাপক তল্লাশি:নয়াদিগন্ত

নারায়ণগঞ্জের আদালতপাড়া বোমা মেড়ে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে দুই আইনজীবীর মোবাইলফোনে। গত শনিবার বিকেলে ও গতকাল দুপুরে ওই দুই আইনজীবীর মোবাইলফোনে একটি বাংলালিংক নম্বর থেকে এসএমএস পাঠানো হয়। যাতে উল্লেখ করা হয়, ‘বোম্বিং ভেরি সুন, নারায়ণগঞ্জ জজ কোর্ট’। এ দিকে মেসেজ নিয়ে গতকাল আদালতপাড়ায় নেয়া হয়েছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। আদালতপাড়ায় প্রবেশের পথেই অবস্থান নেয় বিপুল পুলিশ। ছিল সাদা পোশাকের পুলিশ সদস্য
রাও। আদালতে আসা প্রত্যেক ব্যক্তির শরীরে তল্লাশি চালানো হয়েছে। এ ছাড়া গতকাল দেলোয়ার নামে এক জেএমবি সদস্যের জামিন শুনানির ধার্য তারিখ থাকায় নিরাপত্তাব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। জানা গেছে, গত শনিবার বেলা ৩টার দিকে অ্যাডভোকেট শাহনূর আক্তার রেখা নামে এক নারী আইনজীবীর মোবাইলফোনে মেসেজ দেয়া হয়। এরপর গতকাল বেলা ২টার দিকে একই নম্বর থেকে একই মেসেজ আসে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ল ফার্মের জুনিয়র অ্যাডভোকেট সাইদুর রহমানের মুঠোফোনে। আইনজীবীদের মুঠোফোনে মেসেজ আসা নিয়ে দুপুরেই নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবিতে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন আইনজীবী নেতারা। কুমিল্লার আদালতে বোমা আতঙ্ক : ব্যাপক তল্লাশি সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা জানান, বোমা আতঙ্কে গতকাল সন্ধ্যায় কুমিল্লার আদালতে ব্যাপক তল্লাশি করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম জানান, বিকেল ৪টা ৪৬ ও ৪৯ মিনিটে একটি মোবাইল ফোন থেকে তিনবার ফোন করে জানানো হয়, কুমিল্লা আদালত ভবনে একাধিক বোমা রাখা হয়েছে। সেগুলো কিছুক্ষণের মধ্যে বিস্ফোরিত হবে। পরে এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। ফোনকারী নিজেকে হত্যা মামলার আসামি বলে পরিচয় দেয়। পুলিশ জানায়, মেটাল ডিটেক্টর দিয়ে আদালতের পুরো ভবন পরীক্ষা করে কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

No comments:

Post a Comment