Wednesday, August 13, 2014

বাধা দিলে অবস্থা বুঝে ব্যবস্থা : মির্জা ফখরুল:নয়াদিগন্ত

নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে ফের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। কর্মসূচি শুরু হবে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিলের মধ্য দিয়ে। কর্মসূচিতে সরকার বাধা দিলে অবস্থা বুঝে ব্যবস্থা এবং ক্রমান্বয়ে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে বিএনপির কেন্দ্
রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিবপর্যায়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণাকালে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল সরকারের সমালোচনা করে বলেন, অবৈধ সরকার মতা কুগিত করতে রাষ্ট্রীয়, সাংবিধানিক ও স্বাধীন সংবাদপত্রের কণ্ঠরোধ করতে সম্প্রচার নীতিমালা করেছে। তাদের উদ্দেশ্য গণতন্ত্রকে বাদ দিয়ে বাকশাল কায়েম করা। তিনি বলেন, বিএনপি আগেও বলেছে এখনো বলছে অবিলম্বে এই সম্প্রচার নীতিমালা বাতিল করতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না কি ইস্যুভিত্তিক আন্দোলন করবেন সাংবাদিকদের এমন প্রশ্নোত্তরে মির্জা ফখরুল বলেন, বিএনপি অগণতান্ত্রিক সরকারকে সরিয়ে জাতীয় নির্বাচনের দাবি করে আসছে। আমরা নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে আন্দোলনের পাশাপাশি জনগণের দুর্ভোগ লাঘবে আন্দোলন করছি। ঘোষিত কর্মসূচিতে বাধা দিলে বিএনপি কোনো আন্দোলনে যাবে কি নাÑ জানতে চাইলে তিনি বলেন, আশা করি সরকার বাধা দেবে না। আর যদি বাধা দেয়া হয় তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে।  ২০ দলের নতুন কর্মসূচি : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কর্মসূচি ঘোষণাকালে মির্জা ফখরুল বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে ১৬ আগস্ট শনিবার ঢাকাসহ সারা দেশে মহানগর ও জেলা সদরে কালো পতাকা মিছিল করবে ২০ দলীয় জোট। ঢাকার কর্মসূচি শুরু হবে বিকেল ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে। এরপর ‘গণবিরোধী’ সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ১৯ আগস্ট মঙ্গলবার বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলের প্রতিবাদ সমাবেশ হবে। সারা দেশে মহানগর ও জেলা সদরেও একই কর্মসূচি পালিত হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে প্রধান অতিথি থাকবেন বলে জানান ভারপ্রাপ্ত মহাসচিব। এ ছাড়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ জোটের অন্যান্য দাবিতে ২১ থেকে ৩১ আগস্ট সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে গণসংযোগ চলবে বলে জানান মির্জা ফখরুল। উল্লেখ্য, নির্দলীয় সরকারের দাবি আদায়ের লক্ষ্যে গত রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের স্থায়ী কমিটি এবং সোমবার রাতে ২০ দলীয় জোটের নেতাদের সাথে বৈঠকে আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করেন।  প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ৩ দিনের কর্মসূচি : এ দিকে বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভায় এ কর্মসূচি গৃহীত হয়। পরে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।  তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে তিন দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল ১০টায় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই দিন বিকেল ৩টায় বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত নানাবিধ কর্মকাণ্ডের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এ ছাড়া দেশব্যাপী জেলা ও থানাপর্যায়ে সব দলীয় কার্যালয়ে সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন করা হবে। দেশব্যাপী বিভিন্ন ইউনিটগুলো তাদের সুবিধানুযায়ী দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করবে।  পর দিন ২ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। তা ছাড়া ৩১ আগস্ট বিএনপির উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। তবে সভার স্থান ও সময় নির্ধারণ করা হয়নি।

No comments:

Post a Comment