আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, একটি চরম অশুভ শক্তি। এটা একটা প্লাটফর্ম, যেখানে সমাজের সব দুষ্কৃতকারী এক হয়েছে। ১৫ আগস্ট উপলে গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে যুবলীগের শোকর্যালি-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করে ‘জাতিকে বিভক্ত’ না করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্র
তি আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করে জাতিকে বিভক্ত করা হয়। দয়া করে ১৫ আগস্ট জন্মদিন পালন করে জাতিকে আর বিভক্ত করবেন না। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনূর রশিদ, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক হোসেন, অ্যাডভোকেট শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, শিক্ষা ও পাঠাগার সম্পাদক মিজানুল হক মিজু, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, মহানগর উত্তর সভাপতি মাইনুল হোসেন খান নিখিল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন সভাপতিমণ্ডলীর সদস্য বেলাল হোসেন। সৈয়দ আশরাফ বলেন, খালেদা ১৫ আগস্ট জন্মদিন পালন করেন না, আসলে জন্মদিনে তিনি নতুন পাকিস্তান গড়ার স্বপ্ন দেখেন। যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা ১৫ আগস্ট জন্মদিন পালন করে তাদের চিরদিনের জন্য বাংলার মাটি থেকে নির্মূল করতে হবে। আপনাদের সে সমতা আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের নেত্রী বলেছেন বিএনপির সাথে কিসের সমঝোতা, কিসের আলোচনা? ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়েছে, শেখ রাসেলও বাদ যায়নি। তাই তাদের সাথে কোনো সমঝোতা বা আলোচনা হতে পারে না। তারপরও রাজনৈতিক বাস্তবতায় আমরা আলোচনার হাত বাড়িয়েছিলাম। কিন্তু তারা সেটা গ্রহণ করেনি। যারা শোকদিবসে জন্মদিন পালন করে জাতি তাদের কখনো মা করবে না। ব্রিটেনের রানীর জন্মদিন পালনের উদাহরণ দিয়ে সৈয়দ আশরাফ বলেন, রানী এলিজাবেথের জন্মদিন ডিসেম্বরে হলেও তিনি তা জুলাই মাসে পালন করেন। কারণ ডিসেম্বরে শীতে লোকজনের কষ্ট হবে। তাই আপনিও ১৫ আগস্ট বাদে ১৬ আগস্ট পালন করতে পারেন। আর আপনার জন্মদিন তো ১৫ আগস্ট না। এ ছাড়া জন্মদিন পালন আমাদের সংস্কৃতিও না। এটা একটা পশ্চিমা সংস্কৃতি। তিনি আরো বলেন, খালেদা জিয়া বাংলাদেশকে কখনো মেনে নিতে পারেননি। তাই তিনি মিথ্যা জন্মদিন পালন করে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সমাবেশ শেষে একটি বিশাল শোকর্যালি বের করা হয়। এতে শোকসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড, ফেস্টুন ও বুকে কালোব্যাজ ধারণ করে সংগঠনের বিপুল নেতাকর্মী অংশ নেন।
No comments:
Post a Comment