Thursday, August 14, 2014

বিমান বিধ্বস্ত হয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী নিহত:নয়াদিগন্ত

ব্রাজিলের দক্ষিণ-পূর্ব এলাকার সান্তোস শহরে গতকাল বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রার্থী এডুয়ার্ডো ক্যাম্পোস। টেলিভিশন নিউজ নেটওয়ার্ক গ্লোবোনিউজতে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ‘সেসনা ৫৬০এক্সএল’ বিমানটিতে ক্যাম্পোস ছিলেন বলে রয়টারকে নিশ্চিত করেছে তার দল ব্রাজিলিয়ান সোস্যালিস্ট পার্টির একটি সূত্র।  ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, বিমানটিতে ১০ জন আরোহী ছিল। এ
দের মধ্যে ক্যাম্পোসের দু’জন সহকারী ও একজন চলচ্চিত্র পরিচালকও ছিলেন।  স্থানীয়রা জানিয়েছেন, বিমান দুর্ঘটনার সময় আকাশ ছিল মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি হচ্ছিল।  ব্রাজিলের বিমান বাহিনী সূত্র জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি রিও ডি জেনিরোর অভ্যন্তরীণ বিমানবন্দর থেকে রওনা হয়ে সান্তোসের গুয়ারুজা শহরে যাচ্ছিল।  ৪৯ বছর বয়সী ক্যাম্পোস এর আগে উত্তর-পূর্ব ব্রাজিলের পারনামবিউকো এলাকার গভর্নর ছিলেন। সর্বশেষ নির্বাচনে তিনি ১০ শতাংশ ভোটারের সমর্থন পেয়েছিলেন। তিনি ব্যবসায়বান্ধব বামপন্থী রাজনীতিক হিসেবে পরিচিতি পেয়েছিলেন। এর আগে তিনি সাবেক প্রেসিডেন্ট ডিলমা রুসেফের সহযোগী ছিলেন। ডিলমা রুসেফ নিজেও এবার দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পদের জন্য লড়ছেন।

No comments:

Post a Comment